সংক্ষিপ্ত

  • প্যারালিম্পিকের প্রতিষ্ঠাতা লুউউইগ গাটম্যান
  • ১৯৪৮ সালে শুরু করেছিলেন হুইলচেয়ার গেমসের
  • পরে তা ধীরে ধীরে প্যারালিম্পিকের রূপ নেয়
  • তাঁর ১২২ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা গুগল ডুডলের
     

প্যারালিম্পিকের প্রতিষ্ঠাতা স্যার লুডউইগ গাটম্যানের ১২২ জন্মবার্ষিকীতে শ্রদ্ধা গুগল ডুডলের। প্যারালিম্পিক গেমের বিভিন্ন মুহূর্তের কোলাজের সঙ্গে  স্যার লুডউইগ গাটম্যানের ছবি তুলে ধরেছে গুগল। চিত্রটি তৈরি করেছেন বাল্টিমোর-ভিত্তিক অতিথি শিল্পী আশান্তি ফোর্টসন। টোকিওতে অলিম্পিক শুরু হবে ২৩ জুলাই থেকে। রয়েছে প্যারালিম্পিকও।  অলিম্পিকের প্রাক্কালে স্যার লুউইগ গাটম্যানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে গুগল ডুডলের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

এদিনে গুগল ডুডলের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে,'ডুডল প্যারালিম্পিকের প্রতিষ্ঠাতা জার্মান-বংশোদ্ভূত ব্রিটিশ নিউরোলজিস্ট অধ্যাপক স্যার লুডউইগ 'পপ্পা' গাম্যানের ১২২ তম জন্মদিন উদযাপন করেছে।' ইংলিশ চিকিৎসক লুডউইগ গাটম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আহত সেনাদের নিয়ে প্রথমবার আয়োজন করেন হুইলচেয়ার গেমস। ক্রীড়া থেরাপির মাধ্যমে তিনি প্রস্তুত করতেন এমন খেলোয়াড়দের। কালক্রমে এ আসর বৃহত্তর রূপ নিয়েছে এবং প্যারালিম্পিক গেমসের শুরু হয়েছে।

১৮৯৯ সালের ৩ জুলাই অবিভক্ত জার্মানিতে জন্মগ্রহণ করেন  লুডউইগ গাটম্যান। পরে তা পোল্যান্ডের অন্তর্গত হয়। ১৯৩৯ সালে পরিবার সহ ইংল্যান্ডডে চলে আসেন গাটম্যান। স্টোক ম্যান্ডেভিলে হাসপাতালে চিকিৎসক হিসেবে নিযুক্ত হন। ১৯৪৮ সালে হুইলচেয়ার গেমসের সূচনা করেন। যার নাম ছিল 'স্টোক ম্যান্ডেভিলে গেম। ১৯৬০ সালে সেই খেলা আন্তর্জাতিক রূপ নেয়। বিশ্ব থেকে প্রায় ৪০০ শারীরিকভাবে অক্ষম প্রতিযোগিরা অংশ নেয়। ১৯৬৬ সালে ব্রিটেনের রানে গাটম্যানকে নাইট সম্মানে সম্মানিত করেন। ১৯৮০ সালের ১৮ মার্চ প্রয়াত হন প্যারালিম্পিকের প্রতিষ্ঠাতা।


YouTube video player