সংক্ষিপ্ত
২০২১ সালে টোকিও ২০২০ অলিম্পিক্সের (Tokyo 2020 Olympics) পর প্যারালিম্পিক্সেও (Paralympics) ঐতিহাসিক পারফরমেন্স করেছে ভারতীয় দল (Indian Team)। ৫টি সোনা, ৮টি রুপো, ৬টি ব্রোঞ্জ সহ মোট ১৯টি পদক জিতেছে প্যারা অ্যাথলিটরা (Para Athelete)। রাউন্ডআপ ২০২১ (Roundup 2021) -এ ফিরে দেখা প্যারালিম্পিক্সে ভারতীয় দলের পারফরমেন্স।
টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics) পর প্যারালিম্পিক্সেও (Paralympics) ঐতিহাসিক পারফরমেন্স করে ভারতীয় দল (Indian Team)। মোট ১৯টি পদক জিতে প্য়ারালিম্পিক্সের ইতিহাসে সেরা পারফরমেন্স করে টিম ইন্ডিয়া (Team India)। রিওতে মোট ১৯ জন প্রতিযোগী অংশ নিয়েছিল ভারত থেকে।পদক এসেছিল ৬টি। আর এবার পদক সংখ্যায় ১৯। ঝুলিতে রয়েছে ৫টি সোনা, ৮টি রুপো, ৬টি ব্রোঞ্জ। ১৯৬৮ সাল থেকে ২০১৬ পর্যন্ত প্যারালিম্পিক্সে ভারতের মোট পদক সংখ্যা ছিল ১২। সেখানে একমাত্র টোকিও প্যারালিম্পিক্সে ১৯টি পদক জিতে ইতিহাসের সেরা পারফরমেন্সটা করে ভারতীয় দল। ইতিহাসে প্রথম বার প্যারালিম্পক্সে প্রথম ২৫-এ জায়গা পায় ভারত। বছর শেষে রাউন্ডআপ ২০২১ (Roundup 2021) -এ ফিরে দেখা প্য়ারালিম্পিক্সে ভারতের পারফরমেন্স।
অবনী লেখারা (সোনা)-
টোকিও প্যারালিম্পিক্সে দেশকে প্রথম সোনা এনে দেন শুটার অবনী লেখারা। প্রথম মহিলা হিসেবে প্যারালিম্পিক্স ও অলিমম্পিক দুই মিলিয়ে ইতিহাস তৈরি করেন অবনী। ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সোনা জেতেন অবনী।
সুমিত অ্যান্টিল (সোনা)-
পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের এফ৬৪ বিভাগে সোনা জিতে দেশকে দ্বিতীয় সোনা এনে দেন সুমিত অ্যান্টিল। ফাইনাল তিনবার বিশ্ব রেকর্ড করে সোনা জয় নিশ্চিৎ করেন ভারতীয় প্যারা অ্যাথলিট।
প্রমোদ ভগত (সোনা)-
ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসে এসএল-৩ বিভাগের ফাইনালে ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে স্ট্রেট সেটে হারিয়ে সোনা জেতেন প্রমোদ ভগত। প্রথমবার প্যারালিম্পিক্সের অন্তর্ভুক্ত হওয়া ব্যাডমিন্টনে সোনা জিতে ইতিহাস তৈরি করেন তিনি।
মণীশ নারওয়াল (সোনা)-
প্যারালিম্পিক্সে শুটিংয়ে দেশকে দ্বিতীয় সোনা এনে দেন মণীশ নারওয়াল। ৫০ মিটার পিস্তল এসইইচ ১ ইভেন্টে সোনা জেতেন ভারতীয় শুটার। ফাইবালে রেকর্ড গড়েন মণীশ নারওয়াল।
কৃষ্ণ নাগার (সোনা)-
ব্যাডমিন্টনে এসএলসিক্স বিভাগে পুরুষদের সিঙ্গলসে সোনা জেতেন কৃষ্ণ নাগার। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারান হংকংয়ের চু মান কাইকে। দেশকে পঞ্চম সোনা এনে দেন কৃষ্ণ নাগার।
নিষাদ কুমার (রুপো)-
টোকিও ২০২০ প্য়ারালিম্পিক্সে দেশকে প্রথম পদক এনে দেন প্যারা অ্যাথলিট নিষাদ কুমার। হাই জাম্পের টি৪৭ বিভাগে রূপোর পদক জেতেন নিষাদ কুমার।
ভবানীবেন প্যাটেল (রুপো)-
দ্বিতীয় মহিলা হিসাবে প্যারালিম্পিক্সে পদক জেতেন এই টেবিল টেনিস খেলোয়াড়। ফাইনালে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। টেবিল টেনিসে দেশকে প্রথম পদক এনে দেন ভবানীবেন প্য়াটেল।
সিংহরাজ আদানা (রুপো)-
মিক্সড ৫০ মিটার পিস্তলে পিস্তলে রুপো জেতেন সিংহরাজ আদানা। ভারতীয় প্যারালিম্পিক্স দলে সিংহরাজ এবার অন্যতম সিনিয়র প্রতিযোগী। রুপো জিতে খুশি সিংহরাজ।
যোগেশ কাথুনিয়া (রুপো) -
ডিস্কাস থ্রো-তেও ভারতীয় প্যারা অ্যাথলিটরা নিরাশ করেনি টোকিওতে। পুরুষদের ডিস্কার থ্রোয়ে এফ৫৬ বিভাগে রুপো জেতেন যোগেশ কাথুনিয়া।
মারিয়াপ্পন থাঙ্গাভেলু (রুপো)-
রিও প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। টোকিওতেও তার কাছে পদকের আশা ছিল। দেশবাসীকে তিনি নিরাশ করেননি। পুরুষদের টি৬৩ হাই ডজাম্পে রুপো জেতেন তিনি।
প্রবীণ কুমার (রুপো)-
বিশ্ব চ্যাম্পিয়ন জনাথন ব্রুমকে কড়া টক্কর দিয়ে শেষ পর্যন্ত টি ৬৪ বিভাগে হাইজাম্পে রুপো জেতেন ১৮ বছর বয়সী প্রবীণ কুমার। সঙ্গে এশিয়ান রেকর্ডও গড়েন তিনি।
দেবেন্দ্র ঝাঝারিয়া (রুপো)-
এর আগে প্য়ারালিম্পিক্সে দুটি সোনা জয় ছিল অভিজ্ঞ দেবেন্দ্র ঝাঝারিয়ার ঝুলিতে। এবারও তার কাছে পদকের আশা ছিল দেশের। টোকিওতে দেশকে রুপো এনে দেন দেবেন্দ্র ঝাঝারিয়া।
সুহাস যুথিরাজ (রুপো)-
ব্যাডমিন্টনের এসএলফোর বিভাগে রুপো জিতলেন ভারতীয় শাটলার সুহাস যুথিরাজ। পদক জয়ের লক্ষ্য নিয়েই টোকিও পারি দিয়েছিলেন সুহাস। নিজের ও দেশবাসীর স্বপ্নপূরণ করতে পেরে খুশি তিনি।
অবনী লেখারা (ব্রোঞ্জ)-
মহিলাদের ৫০ মিটার পিস্তল থ্রি পজিশন এসএইচওয়ান বিভাগে নিজের দ্বিতীয় পদক জেতেন অবনী লেখারা ও দেশকে এনে দেন ব্রোঞ্জ মেডেল। একই অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করেন অবনী।
হরবিন্দর সিং (ব্রোঞ্জ)-
টোকিও প্যারালিম্পিক্সে দেশকে নিরাশ করেননি ভারতীয় তীরন্দাজ দলও। পুরুষদের রিকার্ভ আর্চারিতে দেশ ব্রোঞ্জ মেডেল এনে দেন হরবিন্দর সিং।
শরদ কুমার (ব্রোঞ্জ)-
প্যারালিম্পিক্সে হাই জাম্পে দেশকে ব্রোঞ্জ মেডেল এনে দেন শরদ কুমার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পুরুষদের হাই জাম্পের টি৬৩ বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতীয় প্যারা অ্যাথলিট।
সুন্দর সিং গুর্জর (ব্রোঞ্জ)-
পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন সুন্দর সিং গুর্জর। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের এফ৪৬ বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। .....
মনোজ সরকার (ব্রোঞ্জ)-
প্যারালিম্পিক্সে ব্য়াডমিন্টনে ব্রোঞ্জ জেতেন মনোজ সরকার। এসএলথ্রি বিভাগের সেমি ফাইনালে ব্রিটেনের প্রতিযোগীর কাছে হারলেও, ব্রোঞ্জ মেডেল ম্যাচে জিতে দেশকে পদক এনে দেন তিনি।
সিংহরাজ আদানা (ব্রোঞ্জ)-
৫০ মিটার এয়ার পিস্তলে রুপো জয়ের পর প্যারালিম্পিক্সে নিজের দ্বিতীয় পদক জেতেন সিংহরাজ আদানা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচওয়ান বিভাগে দেশকে পদক এনে দেন তিনি।
ঐতিহাসিক পারফরমেন্স-
রিও প্যারালিম্পিক্সে ৪টি পদক জিতেছিল ভারত। এতদিন পর্যন্ত প্যারালিম্পিক্সের ইতিহাসে ভারতের মোট পদক সংখ্যা ছিল ১২। এবার টোকিও থেকেই শুধু ১৯টি পদক জিতে ইতিহাস তৈরি করল ভারতীয় দল।