- Home
- Sports
- Other Sports
- Tokyo Olympics 2020 -জ্যাভলিন থ্রোয়ে ভারতের সোনা, ইতিহাস তৈরি করলেন নীরজ চোপড়া
Tokyo Olympics 2020 -জ্যাভলিন থ্রোয়ে ভারতের সোনা, ইতিহাস তৈরি করলেন নীরজ চোপড়া
দশম দিনে পড়ল টোকিও অলিম্পিক ২০২০। শনিবার সেমিফাইনালে হেরে যাওয়া সত্ত্বেও, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর পদক জয়ের আশা এখনই পুরোপুরি শেষ হয়ে যায়নি। এদিন তিনি নামবেন ব্রোঞ্জ পদকের সন্ধানে। অন্যদিকে নামছেন বক্সার সতীশ কুমারও। ভারতীয় হকি দল সন্ধ্যায় গ্রেট ব্রিটেনের মুখোমুখি হবে। অলিম্পিকের সব ইভেন্টের লাইভ আপডেট পান এখানে -
- FB
- TW
- Linkdin
জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন নীরজ চোপড়া।
প্রথম তিনে থাকার সৌজন্যে পদক নিশ্চিৎ করলেন নীরজ চোপড়া।
চতুর্থ থ্রোয়ের পর পঞ্চমও থ্রোতেও ফাউল করলেন নীরজ। বাকি রইল শেষ থ্রো।
চতুর্থ প্রচেষ্টা ব্যর্থ হল নীরজের। ফাউল থ্রো করলেন তিনি।
তৃতীয় থ্রো ভালো না হলেও, দ্বিতীয় থ্রোয়ের সুবাদে শীর্ষস্থান ধরে রাখলেন নীরজ চোপড়া।
তৃতীয় থ্রো ভাল হল না নীরজের। মাত্র ৭৬.৭৯ মিটার ছুঁড়লেন তিনি।
বজরং পুনিয়াকে শুভেচ্ছা জানালেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে শীর্ষে নীরজ চোপড়া।