সংক্ষিপ্ত
- স্মার্টফোনের সাধারণ একটি সমস্যা হল স্টোরেজের
- স্মার্টফোনের ব্যবহার যেমন বৃদ্ধি পেয়েছে
- তাতে কম পড়ে যাচ্ছে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি
- প্রতিনিয়ত ফোনে এলার্ট আসছে স্টোরেজ ফুল-এর
বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের সাধারণ একটি সমস্যা হল স্টোরেজের। দৈনন্দিন জীবনে স্মার্টফোনের ব্যবহার যেমন বৃদ্ধি পেয়েছে, তাতে কম পড়ে যাচ্ছে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি। ফলে প্রতিনিয়ত ফোনে এলার্ট আসছে স্টোরেজ ফুল এর। এটি একটি বিরক্তিকর পরিস্থিতি। অফিসের করার জন্যও বর্তমান সময়ে ফোন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। এটি না থাকলে প্রায় অচল হয়ে পড়বে সব কাজ। তাই যদি আপনার ফোনের ইন্টারন্যাল স্টোরেজ ফুল থাকে, ফলে ফোন খুব স্লো হয়ে পড়ে। যার ফলে মোবাইলের কার্য ক্ষমতা হ্রাস পায়। জেনে নেওয়া যাক কী ভাবে সহজ উপায় ফোনের স্টোরেজ বাড়াতে পারবেন।
আরও পড়ুন- অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল Poco M3, জেনে নিন দাম-সহ এর স্পেশিফিকেসন .
আপনার স্মার্টফোনে যদি অনেক বেশি অ্যাপ থাকে এবং সেগুলি ব্যবহার না করেন, তবে আপনাকে প্রথমেই সেই কম ব্যবহৃত অ্যাপগুলি আনইনস্টল করতে হবে। এর ফলে ফোনের স্পেস কিছুটা বাড়বে পাশাপাশি ফোনের পারফরম্যান্সও বাড়বে। যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তবে এর সেটিংসে গিয়ে ক্যাচ ফাইল ক্লিয়ার করুন। এটিও স্টোরেজ বাড়াতে এবং ফোনের কাজ আরও ফাস্ট হতে সাহায্য করবে। আপনাকে প্রতিদিনই এটি করতে হবে, যাতে ফোনটি আরও ফাস্ট কাজ করতে পারে।
আরও পড়ুন- সাধ্যের মধ্যে দুর্দান্ত ফিচার, ৪ ফেব্রুয়ারি বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে Xiaomi Mi 11
যদি আইফোন ব্যবহার করেন, তবে ফোনের সেটিংসে গিয়ে জেনারেলে ক্লিক করুন এবং তারপরে 'স্টোরেজ এবং আইক্লাউড স্টোরেজটিতে ক্লিক করুন, তারপরে মূল স্টোরেজে যান, এখানে ফোনের স্টোরেজ এবং তার বিভাগ দেখতে পাবেন, তারপরে অতিরিক্ত ফাইলগুলি ডিলিট করে স্পেস তৈরি করতে পারেন। ফোনে অতিরিক্ত স্পেস এর প্রয়োজন হলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারেন। প্রয়জনীয় ও ভারী ফাইলগুলি কার্ডে মুভ করিয়ে নিন। ফলে ফোনের স্টোরেজে আরও বেশি স্পেস পাবেন।
আরও পড়ুন- রাজনৈতিক প্রচারে আর ব্যবহার করা যাবে না ফেসবুক, পদক্ষেপের ভাবনা জুকেরবার্গ-এর
ই-মেলের সঙ্গে যুক্ত ফাইলগুলিও আমরা ফোনেই সেভ করে থাকি। তাই এই ফাইলগুলি ডিলিট করেও অনেকটা স্পেস তৈরি করা সম্ভব। ক্লাউড স্টোরেজ ব্যবহার করে ফোনে আরও বেশি স্পেস তৈরি করতে পারেন। যদি প্রতিটি এই স্পেশের কারণে একটি একটি করে ফটো বা ভিডিও ডিলিট করে থাকেন, তবে আপনার সময় নষ্ট হবে বেশি। তাই আপনার ফোনটি ল্যাপটপ অথবা ডেস্কটপের সঙ্গে কানেক্ট করে অপ্রয়োজনীয় ফাইলগুলি একসঙ্গে ডিলিট করে দিন। এতে সহজেই ফোনের স্টোরেজ বৃদ্ধি পাবে।