প্রত্যেক রাজ্যে জাতীয় পতাকা স্থাপনার লক্ষ্যমাত্রা রেখেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস (NIMAS), তা-ও আবার প্রতি রাজ্যের সবচেয়ে উঁচু পর্বত শিখরে।
লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় (Galwan Valley) চিনের জাতীয় পতাকা নয়, উড়ছে তেরঙ্গাই। চিনা পিএলএ বাহিনির (Chinese PLA) মিথ্য়া প্রোপাগান্ডা ফাঁস করে দিল ভারতীয় সেনা (Indian Army)।