প্রথম মিউজিকাল সিরিজ 'বন্দিশ ব্যান্ডিটস', লিপ সিঙ্ক করা কতটা কঠিন ছিল, অকপট ঋত্বিক-শ্রেয়া

ভিন্ন চিত্রনাট্য নিয়ে তৈরি মিউজিকাল ড্রামা 'বন্দিশ ব্যান্ডিটস'। তামান্না শর্মা ও রাধে রাঠোরের চরিত্রদু'টি কীভাবে ফুটিয়ে তুললেন তাঁরা। খোলামেলা আলোচনায় ঋত্বিক ভৌমিক এবং শ্রেয়া চৌধুরী। লিপ সিঙ্ক থেকে শুরু করে চরিত্রের গভীরতায় ঋত্বিক-শ্রেয়া। কীভাবে সম্ভব হল অল্প সময় দর্শকদের মুগ্ধ করা। সব নিয়েই নিজেদের অনুভূতি ব্যক্ত করলেন লিড তারকারা।

/ Updated: Sep 02 2020, 11:32 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রথম মিউজিকাল সিরিজ 'বন্দিশ ব্যান্ডিটস'। গানে গানে মিলেছে দুই ভিন্ন মানুষের জীবন। রাধে এবং তামান্না। রাঠোর ঘরানার সংগীতে নিজেকে মত্ত রেখেছে রাধে, অন্যদিকে জনমানবের ভিড়ে পপ তারকা হয়ে উঠেছে তামান্না। শাস্ত্রীয় সংগীত এবং পপ গানের মিলনেই তৈরি হল 'বন্দিশ ব্যান্ডিটস'। অ্যামাজন প্রাইম ভিডিওর অরিজিনাল সিরিজ 'বন্দিশ ব্যান্ডিটস' মুক্তি পেতেই জয়জয়কার দর্শকমহলে। রাধে এবং তামান্নার এই বন্দিশেই নতুন গল্পের স্বাধ চেখে দেখল বিনোদনপ্রেমীরা। সিরিজে নিজেদের অভিনয় ক্ষমতায় ইতিমধ্যে ছক্কা হাঁকিয়েছেন ঋত্বিক ভৌমিক এবং শ্রেয়া চৌধুরী। এই মিউজিকাল-ড্রামা সিরিজের সংগীত পরিচালনায় ছিলেন শঙ্কর, এহসান এবং লয়। তাঁদের সুরে নেটিজেনরা চেয়ে বসেছে গানের সাউন্ডট্র্যাক। কীভাবে লিপ সিঙ্কের বিষয়টি সাবলিল দেখায় পর্দায়। আলোচনা করলেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে।