গাবলু-গুবলু বিরাট থেকে ছিপছিপের চেহারার বিরাট, কোন কসরতে এল এমন লুক, দেখুন

বিরাট কোহলি ফিটনেসকে প্রচণ্ড গুরুত্ব দেন। একটা সময় বিরাট কোহলি বেশ মোটাসোটা ছিলেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আসে ব্যাড-প্যাচ। কিছুতেই নিজেকে ফর্মে ফেরাতে পারছিলেন না কোহলি। শেষমেশ সিদ্ধান্ত শরীর থেকে বাড়তি ওজন ঝরিয়ে ফেলার। এরপর থেকে ফিটনেসের জন্য নিজেকে নিংরে দেন কোহলি।
আজ তাঁর ফিটনেস দেখলে সকলে চমকে যায়। গাবলু মার্কা সেই চেহারার কোহলি আজ বদলে গিয়েছেন।

/ Updated: May 12 2022, 10:54 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সম্প্রতি বিরাট কোহলির বেশকিছু ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে। এগুলোর সবই বিরাট  কোহলির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল। এই ভিডিওগুলি মূলত বিরাট কোহলির শরীর চর্চা এবং ফিটনেস-এর প্রতি তাঁর ভালোবাসার উপরে। নিজেকে ফিট রাখতে কীভাবে জিমে ঘাম ঝরান- তার একটা ধারণা এই ছবি ও ভিডিওগুলির মাধ্যমে পেয়ে যাবেন বিরাট ভক্তরা। বিরাট একজন ক্রিকেটার হয়েও যেভাবে ওজন তুলছেন তাতে তাঁকে দেখে মনে হতে পারে হয়তো পালোয়ানের মতো চেহারা চাইছেন বিরাট। আসলে এমনটা নয়- এটা কথার কথা। খেলোয়াড়দের সামান্য একটু হলেও ওজন তুলতে হয়, কারণ এতে শরীরেরর স্ট্যামিনা বাড়ে এবং এনডুরেন্স বৃদ্ধি পায়। এই ধরনের চ্যালেঞ্জ অভ্যাসে পরিণত হলে তা ফিটনেসের পক্ষে সহায়ক হয়ে ওঠে। বিরাট কোহলি ফিটনেসকে প্রচণ্ড গুরুত্ব দেন। একটা সময় বিরাট কোহলি বেশ মোটাসোটা ছিলেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আসে ব্যাড-প্যাচ। কিছুতেই নিজেকে ফর্মে ফেরাতে পারছিলেন না কোহলি। শেষমেশ সিদ্ধান্ত শরীর থেকে বাড়তি ওজন ঝরিয়ে ফেলার। এরপর থেকে ফিটনেসের জন্য নিজেকে নিংরে দেন কোহলি। আজ তাঁর ফিটনেস দেখলে সকলে চমকে যায়। গাবলু মার্কা সেই চেহারার কোহলি আজ বদলে গিয়েছেন। কেমন ভাবে নিজেকে বদলে ফেলেছেন তার নির্দশন মিলল। এখানে এমন কিছু ভিডিও রয়েছে যা একটা ধারনা তৈরি করে। জিমে কী কঠোর পরিশ্রম করেন কোহলি তা এখানে দেখা যাচ্ছে। 
 

Read more Articles on