ভেদিকে ভিলেজের মধ্যে ঘাঁটি গেড়েছিল আইপিএল বেটিং চক্র, গ্রেফতার ১৩, উদ্ধার ২৮টি মোবাইল

ফের শিরোনামে বেদিক ভিলেজ। এবার বেটিং চক্র চলার অভিযোগ উঠল বেদিক ভিলেজে। এই ঘটনায় ১৩ জনেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে ২৮টি মোবাইল এবং ৪টি ল্যাপটপ। 
 

/ Updated: May 17 2022, 06:40 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফের শিরোনামে বেদিক ভিলেজ। এবার বেটিং চক্র চলার অভিযোগ উঠল বেদিক ভিলেজে। এই ঘটনায় ১৩ জনেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে ২৮টি মোবাইল এবং ৪টি ল্যাপটপ। জানা গিয়েছে, সোমবার রাতে এখানে হানা দেয় পুলিশ। তল্লাশি অভিযানেই উদ্ধার হয় বেটিং চালানোর যাবতীয় সরঞ্জাম এবং ইলেক্ট্রনিক গ্যাজেটস। বেদিক ভিলেজের মধ্যে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই বেটিং চক্র চলছিল। মূলত অনলাইন এবং মোবাইল এসএমএস-এর মাধ্যমে এরা কাজ করত। বেটিং চক্রের নামে কোনও অর্থ প্রতারণা ফাঁদ বা সাইবার দস্যুরা এর সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, যারা গ্রেফতার হয়েছে তাদের বেশিরভাগ ভিন রাজ্যের বাসিন্দা। এছাড়া স্থানীয় কিছু যুবকও রয়েছে এদের সঙ্গে। ফি বছর-ই আইপিএল-এর সময় কলকাতার বুকে একাধিক বেটিং চক্রের খবর সামনে আসে। এছাড়াও আইপিএল-র মরসুমে কলকাতাতেও রমরমিয়ে চলে বেটিং। এই নিয়ে বিস্তর অভিযোগ হলেও, পুলিশের দাবি এগুলি বেশিরভাগ অনলাইনে পরিচালনা করে। আর আইপি অ্যাড্রেস ভুয়ো দিয়ে এরা কাজ করে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই এদের সঠিক ঠিকানা হদিশ করা যায় না। মাঝে মধ্যে আইপি অ্যাড্রেস পুলিশের সাইবার সেলের হাতে চলে এলে তা যাচাই করে অনেক সময় বেটিং চক্রের লোকেদের হদিশ মেলে। গত ১০ বছরে কলকাতা এবং বাংলার বুকে অন্তত কয়েক শ এমন বেটিং চক্রের পর্দা ফাঁস হয়েছে। এমনকী সারা ভারতে এর সংখ্যাটা কয়েক হাজার। কিন্তু, বেটিং-এর প্রবণতা তো কমেইনি, উল্টে নানা আছিলায় উত্তোরত্তর বেড়েই চলেছে। এমনকি বর্তমান সময়ে টিম ইলেভেন বানানো নিয়ে আইপিএল মরসুমে একাধিক এসএমএস আসে। এই নিয়েও একটা সময় অভিযোগ উঠেছে। অনেকেই দাবি করেছেন, টিম বানানোর চ্যালেঞ্জ এটাও এক ধরনের বেটিং। যদিও, এই নিয়ে এখনও ভারত সরকার কোনও পদক্ষেপ নেয়নি। তবে, অর্থের বিনিময়ে বেটিং-এর উপর এখনও কড়া নজরদারি রয়েছে। 
 

Read more Articles on