'দ্য ওয়ার্ল্ড অফ জাভেদ আখতার', লেখকের ৭৫ তম জন্মদিনে বিশেষ উপহার
৭৫ তম জন্মদিনের প্রাক্কালে লেখক জাভেদ আখতারকে সম্মান জানিয়ে বাণিজ্য নগরী মুম্বইতে শুরু হল এক বিশেষ প্রদর্শনীর। 'দ্য ওয়ার্ল্ড অফ জাভেদ আখতার' নামের এই প্রদর্শনীতে রয়েছে জাভেদ আখতারের বিভিন্ন সময়ের ছবি, তার লেখা কবিতা ও সিনেমার চিত্রনাট্যগুলি।
৭৫ তম জন্মদিনের প্রাক্কালে লেখক জাভেদ আখতারকে সম্মান জানিয়ে বাণিজ্য নগরী মুম্বইতে শুরু হল এক বিশেষ প্রদর্শনীর। 'দ্য ওয়ার্ল্ড অফ জাভেদ আখতার' নামের এই প্রদর্শনীতে রয়েছে জাভেদ আখতারের বিভিন্ন সময়ের ছবি, তার লেখা কবিতা ও সিনেমার চিত্রনাট্যগুলি। বরেণ্য লেখতের জীবনের উপর তৈরি এই প্রর্শনীতে হাজির হয়েছিলেন বলিউঠের একঝাঁক নক্ষত্র। যার মধ্যে ছিলেন অভিনেতা রাহুল বসু ও চিত্রপরিচালক রাজকুমার হিরানি। ছিলেন জাভেদ আখতারের দুই সন্তান জোয়া ও ফারহান আখতার। সকলে মিলে এদিন একটি নতুন পেনেরও উদ্বোধন করেন।