র্যাম্পে আগুন লাগালেন এশা গুপ্তা, ভিডিও ভাইরাল
এবার ফ্যাশন শোয়ের শো স্টপার এশা গুপ্তা। সম্প্রতি, মুম্বইতে অনুষ্ঠিত হয়েছিল এই ফ্যাশন শো।
এদিন র্যাম্পে হাঁটলেন এশা গুপ্তা | সাকিব সেলিম এবং আনুশা দান্ডেকরের সঙ্গে র্যাম্পে হাঁটলেন এশা | অভিনেত্রীর পড়নে ছিল, ব্ল্যাক স্লিপ ড্রেস | এই স্লিভলেস গাউনে ছিল ডিপ নেকলাইন | অভিনেত্রী এই ওয়েস্টার্ন ড্রেসের সাথে ম্যাচিং করে ঝলমলে আংটি এবং একটা চোকার নেকলেসও পড়েছিলেন | এষা গুপ্তার এই স্টানিং লুক প্রকাশ্যে আসার সাথে সাথেই ভাইরাল | তাঁর গ্ল্যামার, তাঁর রূপের ঝলকে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন।