এই আঞ্চলিক ছবিগুলির ঝুলিতে যুক্ত হল জাতীয় পুরস্কার
৬৬ তম জাতীয় পুরস্কারে কে কোন সম্মানে ভূষিত হয়েছে ইতিমধ্যেই সেই খবর প্রকাশ পেয়েছে। তবে হিন্দির সঙ্গেও বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবিও এই সম্মান পেয়েছে। চিনে নেওয়া যাক তেমনই কিছু ছবিকে
৬৬ তম জাতীয় পুরস্কারে কে কোন সম্মানে ভূষিত হয়েছে ইতিমধ্যেই সেই খবর প্রকাশ পেয়েছে। তবে হিন্দির সঙ্গেও বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবিও এই সম্মান পেয়েছে। চিনে নেওয়া যাক তেমনই কিছু ছবিকে-
১)তেলুগু ছবি মহানতি। এই ছবি তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে।
২) গুজরাতি ছবি হেল্লারু- কচ্ছের রানে তৈরি এই ছবি।
৩) রাজস্থানি ছবি টার্টল- জলের ঘাটতি নিয়ে তৈরি এই ছবি।
৪) বুলবুল ক্যান সিং- রিমা দাসের পরিচালিত অসমের ছবি তিন কিশোর কিশোরীকে নিয়ে তৈরি।
৫) বারাম- এই তামিল ছবিও জাতীয় পুরস্কার পেয়েছে।