পুতুল বানিয়ে সংসার চালায় মিতুল, ব্যাবসায়ী ইন্দ্রজিৎ চায় রিসর্ট বানাতে, আসছে খেলনাবাড়ি
চলতি বছরের শুরুতেই একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলা জনপ্রিয় মেগা সিরিয়ালকে বলে বলে গোল দিচ্ছে নতুন ধারাবাহিক। মেগা ধারাবাহিকের গল্পে যেমন আসছে নতুন ট্যুইস্ট, তেমনই পাল্টে যাচ্ছে সম্প্রচারের সময়ও। এককথায় বলতে গেলে ধারাবাহিকে শুরু হয়েছে জমজমাট টক্কর। এবার টেলিভিশনের পর্দায় এক পুতুলের সংসারের গল্প নিয়ে আসছে 'খেলনা বাড়ি'। নাম শুনেই বোঝা যাচ্ছে পুতুলের সঙ্গে সংযোগ রয়েছে। পুতুল বানিয়ে সংসার চালানো দুই মেয়ের গল্প। একজন যুবতী এবং একজন একরত্তি সংসারের প্রেক্ষাপটই ধারাবাহিকের মূল গল্প।
বয়স মাত্র ১৬। ছোট বয়সেই বাবাকে হারায় গল্পের নায়িকা মিতুল। সেই ছোট বয়সেই সিদ্ধান্ত নেয় বাবার কাজকেই এগিয়ে নিয়ে যাবে সে। পুতুল বানিয়ে ছোট থেকেই সংসার চালানোর সিদ্ধান্ত নেয় মিতুল। তবে মিতুল একা নয়,তার সঙ্গে যোগ দেয় একরত্তি খুদে মেয়ে গুগলি। মিতুলের জীবনের অনেকটাই যেন জুড়ে রয়েছে সে। ধারাবাহিক শুরুর আগেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কারা কারা থাকতে চলেছে এই ধারাবাহিকে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে কে আপন কে পর-খ্যাত বিশ্বজিৎ ঘোষ। তার বিপরীতেই দেখা যাবে আরাত্রিকা মাইতিকে। এবং বিশ্বজিতের ভাইয়ের চরিত্রে দেখা যাবে পান্ডব গোয়েন্দা খ্যাত অভিনেতা ঋষভ চক্রবর্তীকে। গুগলির চরিত্রে দেখা যাবে মাহি সিংহ-কে। দীর্ঘদিন বাদে ছোটপর্দায় মুখ্যচরিত্রে ফিরতে দেখা যাবে বিশ্বজিৎ ঘোষকে। ধারাবাহিকে একজন ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে। এই পুতুলদের গ্রামে একটি রিসর্ট বানাতে চায় সে। তবে সবাই রাজি হয়ে গেলেও মিতুলকে কোনওভাবেই রাজি করাতে পারেন না ইন্দ্রজিৎ। টাকা পয়সার লোভ দেখালেও রাজি হয় না পুতুল। অন্যদিকে গল্পের নায়ক ইন্দ্রজিতের দৃঢ় বিশ্বাস মেয়েরা কোনও কিছুতেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এর কারণ যদিও অন্য। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকেই এমনটা ভাবে ইন্দ্রজিৎ। তবে কি তার এই ধারণা বদলে দেবে মিতুল। কেমন হবে এই জুটির প্রেম, কী কী সমস্যা আসবে তাদের জীবনে। স্নেহাশীষ জানা পরিচালিত ধারাবাহিকে নতুন জুটির রসায়ন কি মনে ধরবে দর্শকদের তা জানতে হলে আগামী ১৬ তারিখ থেকে জি বাংলার সাড়ে ৬ টায় সম্প্রচারিত হবে। এতদিন পর্যন্ত এই স্লটে দেখানো হতো ধারাবাহিক 'পিলু'। এবার 'পিলু'র জায়গায় আসছে 'খেলনা বাড়ি'। তবে কি পিলু শেষ হয়ে যাচ্ছে, তা নয় 'পিলু' সময় পরিবর্তন হয়ে হচ্ছে সন্ধ্যে ৬ টায়।