পশুপ্রেমীদের কাছে তিনি অনুপ্রেরণা, ৭৭০০০ -এরও বেশি পশু-পাখিকে নতুন প্রাণ দিয়েছে প্রদীপ
- পশু-পাখিদের প্রতি তাঁর অগাধ ভালোবাসা
- তাদের বাঁচাতে সে জীবণ বাজি রাখতেও প্রস্তুত
- হায়দরাবাদের বাসিন্দা প্রদীপ নায়ের
- তাঁর বাড়িতে রয়েছে এক ডজনেরও বেশি কুকুর
পশু-পাখিদের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। তাদের বাঁচাতে সে জীবণ বাজি রাখতেও প্রস্তুত। হায়দরাবাদের বাসিন্দা প্রদীপ নায়ের। তাঁর বাড়িতে রয়েছে এক ডজনেরও বেশি কুকুর। সন্তান স্নেহে প্রদীপ পালন করছে তাদের। সেই সঙ্গেই কোথাও কোনও জন্তু বিপদে পড়লে ছুটে যায় সে। এই ভাবেই বহু পশু-পাখিকে নতুন জীবণ দিয়েছে সে। কেরলে বন্যার সময় সেখানেও ছুটি গিয়েছিল প্রদীপ। এখন এই কাজে প্রদীপকে সঙ্গ দিচ্ছে বহু পশু প্রেমীরা। প্রদীপ ও তাঁর দলবল একসঙ্গেই ছুটে গিয়েছিল কেরলে। সেখানে বন্যার কবল থেকে তাঁরা উদ্ধার বহু পশুপাখিকেই। এখনও পর্যন্ত ৭৭০০০ -এরও বেশি পশু-পাখিকে উদ্ধার করেছে সে। শুধু একটা ফোনের অপেক্ষা, ফোন পেলেই সেখানে পৌঁছিয়ে যায় প্রদীপ। পশু-পাখির উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে সে ও তাঁর দলবল।