চুল Silky হবে অ্যাপেল সিডার ভিনিগারের গুণে, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন

সিল্কি ও স্মুদ চুল কে না চায়। চুল সিল্কি করতে আমরা কত কী করে থাকি। শ্যাম্পু, কনডিশনার, হেয়ার মাস্ক থেকে হেয়ার প্যাক- কত কী ব্যবহার করে থাকি আমরা। তবে, এতে যে চুল সিল্কি হয় তা নয়। এর সঙ্গে চলে ঘরোয়া টোটকার ব্যবহার। চুল নরম করতে দই, মধু সবই ব্যবহার করেন অনেকে। এবার লাগান অ্যাপেল সিডার ভিনিগার। চুল সিল্কি করতে এই ভূমিকা বিস্তর। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।   

/ Updated: May 28 2022, 02:24 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহারের ক্ষেত্রে কয়টি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, চুলের লেন্থ বুঝে অ্যাপেল সিডার ভিনিগার নিন। প্রয়োজনের অতিরিক্ত এই উপকরণ দেবেন না। এতে চুলের ক্ষতি হতে পারে। তেমনই, অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহারে সময় খেয়াল রাখবেন যেন তা আপনার চোখে লেগে না যায়। এতে জ্বালা অনুভব করতে পারেন। এমনকী, চোখের ক্ষতি হতে পারে। ভালো কোম্পানির অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করবেন। বিভিন্ন দামের ও বিভিন্ন কোম্পানির অ্যাপেল সিডার ভিনিগার পাওয়া যায়। তবে, ভালো মানের বেছে নেওয়া দরকার। তা না হলে চুলের ক্ষতি হতে পারে। আর কালার চুলে ভুলেও অ্যাপেল সিডার ভিনিগার দেবেন না। এতে চুলের রঙে খারাপ প্রভাব পড়বে। এবার থেকে চুল সিল্কি করে অ্যাপেল সিডার ভিনিগার লাগান। তবে, তা সঠিক ভাবে ব্যবহার করবেন।