নেট দুনিয়ায় নয়া আতঙ্ক 'পেগাসিস', এর ফাঁদে পড়লেই ফাঁস হতে পারে সমস্ত গোপন তথ্য

পেগাসিস একটি স্পাইওয়ার বা গোপনে নজরদারি চালানোর অ্যাপ্লিকেশন। এসএমএস-এর মাধ্যমে এই পেগাসিস-কে টার্গেটে লক্ষ্যভেদ করতে পাঠানো হয়। প্রযুক্তি নিয়ে সম্যক ধারনা না থাকলেই পেগাসিস-এর ফাঁদে অনায়সে পড়ে যাবেন। অ্যাপ মোবাইলে ডাউনলোড করলে অজানা এসএমএস-এ ক্লিক না করাই ভালো। নানা চমক দেওয়া ক্যাপশন লিখে পেগাসিসকে কাজে লাগানো হয়। ক্যাপশনের চমকে ফাঁদে পা দিলেই সমস্ত গোপন তথ্য পাচার হয়ে যাবে। ফোনে পেগাসিস-এর মতো চর ঢুকেছে কি না তা পরীক্ষা করে নিতে হবে। এর জন্য থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যা দিয়ে ফরেনসিক পরীক্ষা হয়। পেগাসিস সবচেয়ে বেশি জনপ্রিয় আই ফোনে, আইএসও-কে দ্রুত আক্রমণ করে। পেগাসিস একবার কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনে ঢুকে পড়লে আর রক্ষে নেই। আপনার সমস্ত গোপন তথ্য চলে যাবে অজানা লোকেদের কাছে।

/ Updated: Jul 19 2021, 05:51 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পেগাসিস একটি স্পাইওয়ার বা গোপনে নজরদারি চালানোর অ্যাপ্লিকেশন। এসএমএস-এর মাধ্যমে এই পেগাসিস-কে টার্গেটে লক্ষ্যভেদ করতে পাঠানো হয়। প্রযুক্তি নিয়ে সম্যক ধারনা না থাকলেই পেগাসিস-এর ফাঁদে অনায়সে পড়ে যাবেন। অ্যাপ মোবাইলে ডাউনলোড করলে অজানা এসএমএস-এ ক্লিক না করাই ভালো। নানা চমক দেওয়া ক্যাপশন লিখে পেগাসিসকে কাজে লাগানো হয়। ক্যাপশনের চমকে ফাঁদে পা দিলেই সমস্ত গোপন তথ্য পাচার হয়ে যাবে। ফোনে পেগাসিস-এর মতো চর ঢুকেছে কি না তা পরীক্ষা করে নিতে হবে। এর জন্য থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যা দিয়ে ফরেনসিক পরীক্ষা হয়। পেগাসিস সবচেয়ে বেশি জনপ্রিয় আই ফোনে, আইএসও-কে দ্রুত আক্রমণ করে। পেগাসিস একবার কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনে ঢুকে পড়লে আর রক্ষে নেই। আপনার সমস্ত গোপন তথ্য চলে যাবে অজানা লোকেদের কাছে।