টুইট করে নুসরতকে বিঁধলেন অমিত মালব্য, এক নজরে সংবাদ শিরোনাম

  • টুইট করে নুসরতকে বিঁধলেন অমিত মালব্য
  • নাম না করেই শুভেন্দুকে কটাক্ষ কুনালের
  • প্রয়াত এশিয়ান গেমসের কিংবদন্তি বক্সার ডিঙ্কো সিং
  • প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত
/ Updated: Jun 10 2021, 10:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রয়াত এশিয়ান গেমসের কিংবদন্তি বক্সার ডিঙ্কো সিং। ১৯৯৮ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় বক্সার ডিঙ্কো সিং৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। এবারও ভক্তশূণ্য রথযাত্রা পালন হবে পুরীতে। কোভিড বিধি মেনেই পুরীর রথযাত্রা পালিত হবে এ বছর। তবে ওড়িশার আর কোথাও রথযাত্রা পালন করা যাবে না বলে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন। চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। টর্নেডোর আতঙ্ক যেন কাটছেই না বঙ্গে। এবার টর্নেডোর দেখা মিলল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপের কাছে হুগলি নদীতে। নদীর ওপরেই পাক খেতে দেখা গেল টর্নেডো। পরে আস্তে আস্তে মিলিয়ে টর্নেডো। দিল্লিতে যিনি দুয়ারে দুয়ারে ঘুরছেন, তাঁর এটা আত্মরক্ষার সফর। নাম না করেই শুভেন্দু কে কটাক্ষ কুণালের। সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেন তিনি। সেই টুইটে এমনটাই লিখেছেন তিনি। সংসদে কী অসত্য পরিচয় দিয়েছেন সাংসদ নুসরত জাহান টুইট করে এবার এমনই প্রশ্ন করতে শোনা গেল বিজেপি -র অমিত মালব্যকে। তাঁর এই প্রশ্নর অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন কুণাল ঘোষ। নুসরত জাহানের বিতর্কিত মন্তব্য নিয়ে তোলপাড় এখন নেট দুনিয়া। নিখিলের সঙ্গে বিয়েকে সাফ অস্বীকার করলেন নুসরাত। জানালেন বিয়েই হয়নি তাঁদের, লিভ ইন রিলেশনে ছিলেন তিনি। রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ৫৮৮৭ জন।গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ১০৩ জন।রাজ্যে একদিনে সুস্থ ১৪৩৫২ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ৬১০ জন, মৃত ২৩। প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের মালাড পশ্চিমে ভেঙে পড়ল বাড়ি।। বাড়ি ভেঙে সেখানে মৃত্যু হয়েছে মোট ১১ জনের, আহত বেশ কয়েকজন। গতকাল রাত সোয়া ১১টা নাগাদ তিনতলা আবাসনের একাংশ ভেঙে পড়েই ঘটে এই দুর্ঘটনা। অমাবস্যার আগে ফের অশনি সঙ্কেত। অমাবস্যার কটালে উত্তাল হতে পারে সমুদ্র। সেই সঙ্গেই হতে পারে জলচ্ছাসও। সমুদ্র তীরবর্তী ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। সমুদ্রে যেতেও নিষেধাঞ্জা জারি হয়েছে।