মেলোডি কুইনের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, স্যাক্সোফোনে লতার জনপ্রিয় গানের সুর বাজিয়ে শ্রদ্ধাঞ্জলি জওয়ানের
রবিবার ভোরেই মেলে ভয়ানক খবর, হঠাৎই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটায় ব্যর্থ হয় সকল চেষ্টা। খবর সামনে আসতেই শিল্পী মহল থেকে শুরু ,করে গোটা বিশ্বের ভক্তমহল চোখের জলে ভাসছে। সাত সকালের এই সংবাদ যেন স্তব্ধ করে দিল গোটা দেশ, চলে গেলেন ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর। আর তাই স্যাক্সোফোন লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাঞ্জলি জানালেন আইটিবিপি-র কনস্টেবল মোজ্জামল হক।
দেশাত্মবোধক গান থেকে শুরু করে চলচ্চিত্রে তাঁর গাওয়া গান দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। আজ সারা দেশ লতা মঙ্গেশকরকে স্মরণ করছে। শনিবার দুপুরেই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটে। তখন থেকেই চলছিল অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট। ডাক্তারের কথায় তিনি প্রাথমিক অবস্থায় টলারেট করছিলেন এই চিকিৎসা পদ্ধতি, রাতের দিকে অবস্থার উন্নতিও ঘটে। কিন্তু রবিবার ভোরেই মেলে ভয়ানক খবর, হঠাৎই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটায় ব্যর্থ হয় সকল চেষ্টা। খবর সামনে আসতেই শিল্পী মহল থেকে শুরু ,করে গোটা বিশ্বের ভক্তমহলে চোখের জল। সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক জন লতাকে নিয়ে শোকজ্ঞাপন করতে থাকেন। সকলেই বারবার উল্লেখ করেন প্রয়াত সুর সাম্রাজ্ঞীর সেই সব অমর গানকে যা একটা সময় উদ্বেল করেছিল দেশকে। আইটিবিপি-র জওয়ান মোজ্জামেল হকও পিছিয়ে ছিলেন তাঁর প্রিয় সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। স্যাক্সোফোনে তুলে আনেন লতা মঙ্গেশকরের সেই কালজয়ী গানকে। যা আইটিবিপি তাদের সোশ্যাল হ্যান্ডেলেও পোস্ট করে।