বাঙ্কারের মধ্যে অভুক্ত হয়ে কাদার উপর শুয়ে কেটেছে দিন, খারকিভের ভয়াবহ বর্ণনায় ভারতীয় ছাত্র-ছাত্রীরা

ইউক্রেন সীমান্ত থেকে এক্সক্লুসিভ কভারেজ। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছেড়ে মানুষের মাঝে এশিয়ানেট নিউজ। এশিয়ানেট নিউজের প্রতিনিধি প্রশান্ত রেঘুবসমের প্রতিবেদন। কীভাবে খারকিভে কেটেছে দিন, বর্ণনায় ভারতীয় ছাত্র-ছাত্রীরা। 
 

/ Updated: Mar 08 2022, 02:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

যুদ্ধ আবহের মধ্যে দাঁড়িয়ে বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে ইউক্রেনবাসী। সবথেকে বেশি সমস্যায় পড়েছে সীমান্তবর্তী এলাকার মানুষেরা। অনেকেই বর্তমানে তাদের প্রিয় পরিবার ও বন্ধুবান্ধব ছেড়ে পোল্যান্ড সহ অন্য দেশে পালিয়ে যাচ্ছে। বর্তমানে কেউই তাদের ভবিষ্যত নিয়ে নিশ্চিত হতে পারছেন না। তবে তারা সকলেই তাদের রাষ্ট্রপতি জেলেনস্কির উপরে ভরসা করছেন। তাদের আশা শীঘ্রই এই যুদ্ধে ইতি টানতে সমর্থ হবেন রাষ্ট্রপতি। শীঘ্রই তারা ফের ফিরতে পারবেন স্বদেশে। তারা আরও বিশ্বাস করেন যে তাদের প্রিয় রাষ্ট্রপতি ভোলদিমির জেলেনস্কি তাদের জন্য সবটুকু দিয়ে লড়াই করছেন। সহজ কথায় এই তীব্র সঙ্কটজনক সময়েও দেশ ছাড়া ইউক্রেনীয়রা তাদের রাষ্ট্রপতির প্রতি তাদের ভালবাসা প্রদর্শন করতে একফোঁটাও পিছুপা হচ্ছে না। তাদের জোরালো বিশ্বাস রাষ্ট্রপতির হাত ধরেই তারা ফের তাদের জন্মভূমিতে ফিরতে পারবেন।