Asianet News BanglaAsianet News Bangla

রাতের কলকাতায় দুষ্কৃতীদের গুলিতে জখম ব্যবসায়ী, অপরাধীদের শাস্তির দাবি জানালেন ব্যবসায়ীর আত্মীয়

রবিবার রাতে মিন্টো পার্কের নিকট গোর্কি সদনের কাছে এক ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টা করে কিছু  দুষ্কৃতীরা। বর্তমানে ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা রয়েছেন ওই ব্যবসায়ী। আহত ব্যবসায়ীর নাম পঙ্কজ সিং(৩০)।  হাওড়া গোলাবাড়ি থানা এলাকার নতুন মন্দির এলাকার বাসিন্দা এই ব্যক্তি। খিদিরপুর অঞ্চলে তাদের কাপড়ের ব্যাবসা রয়েছে দীর্ঘদিনের। যে বা যারা তাঁকে খুন করার চেষ্টা করছে তাদের শাস্তির দাবি জানিয়েছে ব্যক্তির পরিবার। সূত্রের খবর, উত্তর হাওড়ার বিধায়ক তথা ওই একই আবাসনের বাসিন্দা গৌতম চৌধুরী জানান 'আত্যন্ত ভালো ছেলে পঙ্কজ। ছোটবেলা থেকে দেখেছি। আমি নিজে যাবো হাসপাতালে তাকে দেখতে। কথা বলবো শেক্সপিয়ার থানার সঙ্গে।'

Sep 13, 2021, 7:53 PM IST

রবিবার রাতে মিন্টো পার্কের নিকট গোর্কি সদনের কাছে এক ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টা করে কিছু  দুষ্কৃতীরা। বর্তমানে ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা রয়েছেন ওই ব্যবসায়ী। আহত ব্যবসায়ীর নাম পঙ্কজ সিং(৩০)।  হাওড়া গোলাবাড়ি থানা এলাকার নতুন মন্দির এলাকার বাসিন্দা এই ব্যক্তি। খিদিরপুর অঞ্চলে তাদের কাপড়ের ব্যাবসা রয়েছে দীর্ঘদিনের। যে বা যারা তাঁকে খুন করার চেষ্টা করছে তাদের শাস্তির দাবি জানিয়েছে ব্যক্তির পরিবার। সূত্রের খবর, উত্তর হাওড়ার বিধায়ক তথা ওই একই আবাসনের বাসিন্দা গৌতম চৌধুরী জানান 'আত্যন্ত ভালো ছেলে পঙ্কজ। ছোটবেলা থেকে দেখেছি। আমি নিজে যাবো হাসপাতালে তাকে দেখতে। কথা বলবো শেক্সপিয়ার থানার সঙ্গে।'