Asianet News BanglaAsianet News Bangla

জলমগ্ন হওয়ার সম্ভবনা কলকাতায়, পরিস্থিতি সামাল দিতে চলছে প্রস্তুতি

ভরা কোটালে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা

এই সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আবহাওয়া দফতর

সেই সঙ্গেই বৃষ্টিপাত হলে জলমগ্ন হতে পারে কলকাতার একাধিক জায়গা

সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ

Jun 11, 2021, 6:32 PM IST

ভরা কোটালে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা। এই সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়ে যদি দীর্ঘক্ষন ধরে তা বজায় থাকে এবং ভাটা যদি দেরিতে শুরু হয় সেই সময়ের মধ্যে যদি অধিক পরিমাণ বৃষ্টিপাত হয় কলকাতার বুকে, তবে জলমগ্ন অবস্থার সৃষ্টি হবে শহর কলকাতা জুড়ে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। পাম্পিং স্টেশন গুলিকে আগেই অ্যালার্ট করা হয়েছে। ২৭ টি লকগেট বন্ধ করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

Video Top Stories