হাওড়া স্টেশনের বাইরে বাঙালি নিগ্রহ, প্রতিবাদে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ

হাওড়া স্টেশন লাগোয়া দোকানদারদের কড়া শাসানি বাংলা পক্ষের। বাঙালিদের হেনস্থা বন্ধ করার ডাক, নচেৎ ফল ভালো হবে না- বাংলাপক্ষ। প্রশাসন এবং রেলপুলিশকে তৎপর হতে আহ্বান বাংলা পক্ষের। হাওড়া স্টেশনের বাইরে অবাঙালি দোকানদের হাতে হেনস্থা বাঙালির। এই অভিযোগে সরব হয়ে বাংলা পক্ষের প্রতিবাদ হাওড়া স্টেশনে বাইরে। প্রতিবাদে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। ছিলেন বাংলা পক্ষের শীর্ষ পারিষদ সদস্য কৌশিক মাইতি।  

/ Updated: May 14 2022, 10:01 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফের তীব্র প্রতিবাদ আঁছড়ে পড়ল বাংলা পক্ষের। এবার হাওড়া স্টেশনের বাইরে প্রতিবাদে সরব হল বাংলা এবং বাঙালির স্বার্থরক্ষা নিয়ে লড়াই চালিয়ে যাওয়া এই গণসংগঠন। বাংলা পক্ষের অভিযোগ, হাওড়া স্টেশনের বাইরে রোজ অবাঙালি দোকানদার বাঙালিদের হেনস্থা করছে এবং মারধর করছে। কিছুদিন আগেই স্টেশন লাগোয়া একটি দোকানদার এক বাঙালি খদ্দেরকে মারধর করে মোবাইলে কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। বাংলা পক্ষের দাবি, নিগৃহীত বাঙালি ভদ্রলোক দোকানদার বেশি দাম চাওয়ায় প্রতিবাদ করেছিলেন। তার পরিণামে এই ঘটনা। এমন ঘটনা আকছাড় ঘটছে। বাংলা পক্ষের অভিযোগ, প্রশাসন সব জেনেও নিশ্চিত। বাঙালি যদি আজ নিজের বাসভূমে সুরক্ষিত না হয় তাহলে কোথায় তারা সুরক্ষা পাবে। এদিনের প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, বাংলার বাঙালি অন্তত ৮৬ শতাংশ। সুতরাং ফুটপাত থেকে শুরু করে চাকরি- সব জায়গায় ৮৬ শতাংশ বাঙালি রাখতে হবে।