বসিরহাঁটে নুসরতের নামে নিখোঁজ পোস্টার, ইনস্টাগ্রামে অভিনেত্রীর ভিডিও পোস্টে কটাক্ষ

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটাই খবর নিখোঁজ হয়েছেন নুসরত জাহান, আচমকাই এই খবর রটে যায় চারিদিকে, সময় বাড়তেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করতে থাকেন সাংসদ-তারকা।

Share this Video

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটাই খবর নিখোঁজ হয়েছেন নুসরত জাহান, আচমকাই এই খবর রটে যায় চারিদিকে, সময় বাড়তেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করতে থাকেন সাংসদ-তারকা। স্বামী ও ছেলেকে ফেলে কোথায় হারিয়ে গেলেন নুসরত, এই নিয়েই শুরু হয় জলঘোলা, অন্যদিকে নিখোঁজ পোস্টার পড়তে শুরু করেছেন দেওয়াল জুড়ে তাও আবার নিজের এলাকায়, উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলাতেই এই পোস্টারে ছেয়ে গিয়েছে। এই পোস্টারে দেখা যাচ্ছে নুসরত নিখোঁজ, পোস্টারে লেখা তৃণমূল কর্মীবৃন্দ, তারপর থেকেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, নিখোঁজ পোস্টারের মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় ডান্স পারফরমেন্সের ছবি পোস্ট করেছেন নুসরত জাহান। এই ডান্স পারফরম্যান্সের ভিডিও-র ক্যাপশনে লেখা মা হওয়ার পর এটাই আমার প্রথম স্টেজ পারফরমেন্স, গাঢ় কমলা ও সোনালি রঙের পোশাকে দেখা গিয়েছে সাংসদ অভিনেত্রীকে। এই ছবি দেখেই ধেয়ে এসেছে কটাক্ষ, নেটিজেনদের মধ্যে একজন কটাক্ষ করে লিখেছেন, আপনি এখানে নেচে বেড়াচ্ছেন আর আপনার এলাকায় নিখোঁজ পোস্টার পড়েছে, কেউ আবার লিখেছেন, এতদিন নাক-কান কাটা শুনেছিলাম, এখন দেখছি আপনার বিচারবোধ কাটা পড়েছে। এমন কমেন্টও কেউ করেছেন-যেখানে লেখা রয়েছে এতটা নির্লজ্জ কেউ হতে পারে, তবে নুসরতের এই নিখোঁজ হওয়া নিয়ে বিরোধী দল চরম মজা নিচ্ছে, ব্যক্তিগত ভাবে নুসরতকে আক্রমণ করে বলেছেন, কোনওদিন বসিরহাটে এসেছে, আমফান হোক বা দাঙ্গা, নিজের বিয়ে, ফুর্তি নিয়েই ব্যস্ত তিনি।

Related Video