পল্লবী মৃত্যুরহস্যে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের, লিভ ইন পার্টনার সাগ্নিক ও ঐন্দিলার নাম এফআইআর-এ

অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুতে অভিযোগ দায়ের পরিবারের। আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করল পরিবার। গড়ফা থানায় সোমবার দুপুরে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে লিভ ইন পার্টনার সাগ্নিকের নাম উল্লেখ । এছাড়াও সাগ্নিকের এক বান্ধবী ঐন্দ্রিলার নাম রয়েছে। পল্লবীর ঘাড়ে ও মুখে কালশিটে দাগের উল্লেখ অভিযোগে। নিউটাউনে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট কেনা হয়েছিল।

/ Updated: May 16 2022, 07:58 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অভিনেত্রী পল্লবী দের রহস্য মৃত্যুতে দায়ের হলো আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। সোমবার গড়ফা থানায় এই অভিযোগ দায়ের করেন পল্লবীর মা। তাঁর সঙ্গে পরিবারের লোকজন। থানা থেকে বের হওয়ার সময় কোনও কথা বলতে পারেননি পল্লবীর মা। তবে, তাঁর পরিবারে একজন জানান, থানা থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে অভিযোগপত্রে পল্লবীর পরিবার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য সাগ্নিক এবং ঐন্দ্রিলার নাম নিয়েছে। সাগ্নিক ছিল পল্লবীর লিভ-ইন পার্টনার। ঐন্দ্রিলার সঙ্গে সাগ্নিকের বিশেষ সম্পর্ক রয়েছে বলেও পল্লবী অভিযোগ করেছিলেন। অভিযোগপত্রে সাগ্নিককে মদ্যপ বলেও উল্লেখ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে মত্ত অবস্থায় সাগ্নিক মারধর করতেন পল্লবীকে। পল্লবীর পরিবারের দাবি তাঁরা মেয়ের মৃতদেহের মুখে ও ঘাড়ে নীল কালশিটে দাগ দেখতে পেয়েছেন। পল্লবীর অনুপস্থিতিতে গড়ফার ফ্ল্যাটে ঐন্দ্রিলা ও আরও অনেক বন্ধু-বান্ধব আসত বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পল্লবীর শরীরে থাকা কালশিটে দাগ দেখে পরিবার যে এটা নিছক আত্মহত্যার ঘটনা বলে মনে করছে না তাও উল্লেখ করা হয়েছে।  
 

Read more Articles on