চিতাবাঘের পচাগলা দেহ মিলল চা-বাগান, দুই বাঘের দ্বন্ধযুদ্ধে কি মৃত্যু, আতঙ্কে কিলকোট
চা-বাগানে চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার। ঘটনাটি জলপাইগুড়ির মেটালির কিলকোট চা-বাগানে। চা-বাগানের শ্রমিকরা সোমবার পচা গন্ধ পান। তল্লাশি চালিয়ে চিতাবাঘের পচাগলা দেহ মেলে। পরে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে দেহটি নিয়ে যায়। মনে করা হচ্ছে ৩-৪ দিন আগে চিতাবাঘটির মৃত্যু হয়েছে।
অন্যদিনের মতো সোমবার সকালে কাজ করছিলেন চা-বাগানের শ্রমিকরা। কাজ করতে করতেই সমানে নাকে এসে পৌঁছচ্ছিলো পচা-গলা গন্ধ। থাকতে না-পেরে গন্ধের উৎস খোঁজার চেষ্টা শুরু করেন চা-বাগানের শ্রমিকরা। এরপর চা গাছের ফাঁকে দেখা মেলে একটি মৃত চিতাবাঘের। যার দেহের প্রায় ৪০ শতাংশ পচে গলে গিয়েছিল। এই ঘটনা জলপাইগুড়ির মেটালির কিলকোট চা-বাগানের শিব বাড়ি সেকশনে। চিতাবাঘের এই পচাগলা দেহ উদ্ধারের পর থেকেই চা-বাগান চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় কিছু শ্রমিক দাবি করেন, দিন কয়েক আগে দুই চিতাবাঘ চা-বাগানের মধ্যে লড়াই করছিল। সঙ্গিনীর দখলদারি নিয়ে প্রায়শই পুরুষ চিতাবাঘেদের মধ্যে এমন লড়াই হয়ে থাকে। কিছুদিন আগেও এই চা-বাগান এলাকায় একটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছিল। চা-বাগানের মধ্যে চিতাবাঘের পচাগলা দেহ মিলেছে, এই খবর পাওয়ার পর সেখানে যান বাগানের ম্য়ানেজার। আসেন খুনিয়া স্কোয়াড বন দফতরের লোকজন। তারা চিতাবাঘটির দেহাবশেষ নিয়ে চলে যায় ময়নাতদন্তের জন্য।