মমতার লাইভ বক্তৃতার মধ্যেই জ্যোতিপ্রিয় বিরুদ্ধে ফেসবুকে বিদ্রোহ, বনগাঁয় নিখোঁজ তৃণমূলকর্মী

সিন্টু-র মন্তব্যের প্রেক্ষিতে প্রবল বিতর্ক ছড়ায় বনগাঁয়। তৃণমূল নেতা শঙ্কর আঢ্য এই নিয়ে ফেসবুকে সিন্টুকে নিশানা করে বিশাল পোস্ট করেন। এমনকী, বনগাঁ এবং তামাম উত্তর ২৪ পরগণার উন্নতির জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসা করেন। সিন্টুর কড়া শাস্তির জন্য দলের কাছে আর্জিও জানিয়েছিলেন শঙ্কর। এমনকী, বনগাঁর তৃণমূল নেতৃত্ব এখনও সিন্টুর উপরে খাপ্পা। তারা জানিয়েছেন সিন্টুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 
 

/ Updated: May 10 2022, 11:07 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ বক্তব্যের সম্প্রচারের মধ্যেই এক বিতর্কিত মন্তব্য ফেসবুকে। আর সেই বিতর্কিত মন্তব্যের পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ এক তৃণমূল কর্মী। পরিবারের অভিযোগ সামান্য এক মন্তব্যকে ঘিরে যে এত জটিলতা তৈরি হবে তা তাঁরা ভাবতে পারেনি। আপাতত তাঁরা চান ঘরের ছেলে ঘরে ভালো করে ফিরে আসুক। কে এই নিখোঁজ তৃণমূল কর্মী? আর তিনি কি এমনই বা করেছিলেন? জানা গিয়েছে এই তৃণমূলকর্মীর নাম সিন্টু ভট্টাচার্য। বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বাড়ি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ সম্প্রচারে ফেসবুকে কমেন্ট করেছিলেন যে উত্তর ২৪ পরগণাকে শেষ করে দিচ্ছে বালু মল্লিক মানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই নিয়ে সিন্টু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছিলেন। সিন্টু-র মন্তব্যের প্রেক্ষিতে প্রবল বিতর্ক ছড়ায় বনগাঁয়। তৃণমূল নেতা শঙ্কর আঢ্য এই নিয়ে ফেসবুকে সিন্টুকে নিশানা করে বিশাল পোস্ট করেন। এমনকী, বনগাঁ এবং তামাম উত্তর ২৪ পরগণার উন্নতির জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসা করেন। সিন্টুর কড়া শাস্তির জন্য দলের কাছে আর্জিও জানিয়েছিলেন শঙ্কর। এমনকী, বনগাঁর তৃণমূল নেতৃত্ব এখনও সিন্টুর উপরে খাপ্পা। তারা জানিয়েছেন সিন্টুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সিন্টুর নিখোঁজের পিছনে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর দলবলের হাত রয়েছে বলে আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, সামান্য একটা মন্তব্যের জন্য যেভাবে সিন্টুকে পুলিশ গরু খোঁজার মতো খুঁজছে তাতে পরিস্কার পিছনে কিছু ঘটনা রয়েছে।