রাস্তায় ছড়িয়ে হাজার হাজার ইলিশ, দেখতে ভিড় কাকদ্বীপে, দেখুন ভিডিও
- দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপের ঘটনা
- রাস্তার উপরে উল্টে যায় ইলিশ ভর্তি ট্রাক
- রাস্তা জুড়ে পড়ে থাকে কয়েকশো টন ইলিশ
রাস্তায় ছড়িয়ে, ছিটিয়ে পড়ে রয়েছে হাজার হাজার ইলিশ। কিন্তু তা হাতে নেওয়ার উপায় নেই। কারণ মাছ পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরাই। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপের রামকৃষ্ণপুরের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে উল্টে যায় ইলিশ বোঝাই একটি ট্রাক। কয়েকশো টন টাটকা ইলিশ ছড়িয়ে পড়ে রাস্তার উপরে। ঘটনায় গুরুতর জখমও হন ট্রাকের তিন আরোহী।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পরেই রাস্তার উপরে ছড়িয়ে থাকা পেটি পেটি ইলিশ ঘিরে ভিড় জমান এলাকার বাসিন্দারা। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়।