পাঁঠার জন্মদিনে মুরগির ঝোল পাত পেড়ে খেল ১৫০ জন, জন্মদিন বাড়ি দেখুন ছবিতে
- FB
- TW
- Linkdin
পাঁঠার জন্মদিন
শুনতে আবাক লাগলেও ঘটনাটি ঘটেছে। সেই ঘটনা ঘটেছে আমাদেরই রাজ্যে। শীতের রাতে জমিয়ে পালন করা হল পাঁঠার জন্মদিন।
কেক কেটে জন্মদিন পালন
জন্মদিন মানেই তো কেক! পাঁঠার জন্মদিন উপলক্ষ্যেও এলে সুস্বাদু কেক। মালিকের কোলে চড়ে দিব্য কেক কেটে জন্মদিনের উৎসবে মালত পাঁঠা।
পাঁঠার নাম
পাঁঠা বলে কী নাম থাকতে পারেন না! অবশ্যই আছে। এই পাঁঠার নাম রাজা।
পাঠার মালিক
পাঁঠার মালিক নাম বাবলু ওঁরাও। বাড়ি হুগলির চুঁচুড়া বুনোকালিতলা বালিপুকুর এলাকায়।
পাঁঠা পাওয়া
বাবলুর বন্ধু প্রসেনজিৎ জানিয়েছেন, গত বছর ২ রা জানুয়ারি শীতের রাতে বলি প্রদত্ত একটি পাঁঠা ছাগল বন্ধু বাবলু ওঁরাও এর বাড়িতে চলে আসে। সেই থেকে সেখানেই থাকে।
এক বছর পার
দেখতে দেখতে বাবলুর বাড়ি পাঁঠা এক বছর কাটিয়ে দেয়। পরিবারের পোষ্যর মতই হয়ে গেছে। পরিবারের সকলেরই প্রিয় পাঁঠা। তাই বন্ধুদের অনুরোধ ফেরাতে পারেনি বাবলু। পালন করেন জন্মদিন।
ধুমধাম করে জন্মদিন
মধাম করেই জন্মদিন পালন করা হয়। প্রায় দেড়শো জন মানুষ পাতপেড়ে খান
খাওয়া দাওয়া
মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি ,পাঁপড় মিষ্টি।
বন্ধুদের কথায়...
বাবলুর সন্তান নেই। তাই পাঁঠাটি ওপর বড় প্রিয়। নাম রেখেছে রাজ। তাই আনন্দের সঙ্গেই জন্মদিন পালন করে।
ভূতের বাবার শ্রদ্ধ
অনেকেই তো কুকুর বিড়ালের মত পোষ্যের জন্মদিন পালন করে। তাই বন্ধুদের কথায় তারা পাঁঠার জন্মদিন পালন করছে। আর সমালোচকরা বলছে,কথায় বলে পয়সা থকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়