Bangla

লাখ টাকার পেনশন

বিবাহিতদের এক লাখ টাকার পেনশন দেবে সরকার

Bangla

অটল পেনশন যোজনা

অটল পেনশন যোজনায় বিনিয়োগ করে আপনিও প্রতি মাসে ১০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।

Image credits: Getty
Bangla

প্রকল্পে বিনিয়োগ করতে

১৮ থেকে ৪০ বছরের যে কোনও ব্যক্তি সরকারের এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

Image credits: Getty
Bangla

প্রতি মাসে ২১০ টাকা বিনিয়োগ

আপনি প্রতি মাসে মাত্র ২১০ টাকা বিনিয়োগ করে ৫০০০ টাকা মাসিক পেনশন পেতে পারেন।

Image credits: Getty
Bangla

৬০ বছর বয়সের পরে পেনশন

বিনিয়োগকারীরা ৬০ বছর বয়সের পরে পেনশন পেতে শুরু করবে।

Image credits: Getty
Bangla

৫ হাজারের মধ্যে পেনশন

১ হাজার থেকে ৫ হাজারের মধ্যে পেনশন নিতে পারবেন গ্রাহকরা।

Image credits: Getty
Bangla

পেনশনের সঙ্গে ৮.৫ লাখ টাকা

স্বামী-স্ত্রীর মধ্যে একজনের মৃত্যু হলে পুরো পেনশনের সঙ্গে ৮.৫ লাখ টাকাও দেওয়া হবে।

Image credits: Getty
Bangla

একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে

এই স্কিমের সুবিধা নিতে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

Image credits: Getty
Bangla

স্কিমটি শুরু হয়েছিল

২০১৫ সালে মোদি সরকার গঠনের এক বছর পরেই এই স্কিমটি শুরু হয়েছিল।

Image credits: Getty
Bangla

এই স্কিমের তথ্যের অভাব

শুধুমাত্র তথ্যের অভাবে এই স্কিমের সুযোগ সুবিধা কেউ নিতে পারছে না।

Image Credits: Getty