Bangla

মুকেশ অম্বানী: সম্পত্তির পরিমাণ ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার

রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার। স্ট্যানফোর্ড-এ ভর্তি হয়েও পড়াশোনা সম্পূর্ণ করেননি। ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিই ডিগ্রি সম্পূর্ণ করেন 

Bangla

সাইরাস পুনাওয়ালা : সম্পত্তির পরিমাণ ২৭.৫ বিলিয়ন মার্কিন ডলার

সাইরাস পুনাওয়ালা গ্রুপের কর্ণধার সাইরাল পুনাওয়ালার স্নাতক ডিগ্রি কর্মাসে। পুনে বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজের নাম ব্রিহান মহারাষ্ট্র কলেজ অফ কমার্স।

Image credits: Getty
Bangla

গৌতম আদানি: সম্পত্তির পরিমাণ ৫১.২ বিলিয়ন মার্কিন ডলার:

গুজরাটের শেঠ চিমনলাল নাগিনদাস বিদ্যালয়-এর ছাত্র ছিলেন। গুজরাট ইউনিভার্সিটিতে কমার্স নিয়ে স্নাতকস্তরে ভর্তি হলেও মাঝপথে তা ছেড়ে দেন। 

Image credits: Getty
Bangla

সাবিত্রী জিন্দাল: ম্পত্তির পরিমাণ ১৯.৯ বিলিয়ন মার্কিন ডলার

ওপি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন সাবিত্রী জিন্দালের রয়েছে অসম বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিপ্লোমা। 

Image credits: Getty
Bangla

শিব নাদার :সম্পত্তির পরিমাণ ২৫.৩ বিলিয়ন মার্কিন ডলার

এইচসিএল টেকনোলজির প্রতিষ্ঠাতা শিব নাদার একজন ইঞ্জিনিয়ার। কোয়েম্বাটোরের পিএসজি কলেজ অফ টেকনোলজি থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি পেয়েছিলেন

Image credits: Getty
Bangla

রাধাকৃষ্ণানন দামানি: সম্পত্তির পরিমাণ ১৭ বিলিয়ন মার্কিন ডলার

কলেজের প্রথম বর্ষেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন ডিমার্ট-এর কর্ণধার

Image credits: Facebook
Bangla

দিলীপ সাঙ্ঘভি :সম্পত্তির পরিমাণ ১৭.৪ বিলিয়ন মার্কিন ডলার

সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রতিষ্ঠাতা দিলীপ সাঙ্ঘভির রয়েছে কমার্সে স্নাতক ডিগ্রি। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে এই ডিগ্রি তিনি হাসিল করেছিলেন

Image credits: Getty
Bangla

অজয় পিরামল :সম্পত্তির পরিমাণ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার

পিরামল গ্রুপের প্রধান অজয় পিরামল মুম্বই ইউনিভার্সিটিতে বিজ্ঞান শাখায় অনার্স গ্র্যাজুয়েট। এরপর যমনলালা বাজাজ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে মাস্টার ডিগ্রি করেছিলেন

Image credits: Getty
Bangla

লক্ষী মিত্তল : সম্পত্তির পরিমাণ ১৬.১ বিলিয়ন মার্কিন ডলার

ইউনিভার্সিটি অফ ক্যালকাটার অধীনে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কর্মাসের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন আর্সেলরমিত্তল-এর কর্ণধার

Image credits: Getty
Bangla

নারায়ণ মূর্তি : সম্পত্তির পরিমাণ ৪.২ বিলিয়ন মার্কিন ডলার

ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। ইউনিভার্সিটি অফ মাইসোর থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি হাসিল করেছিলেন। আইআইটি কানপুর থেকে টেকনোলজিতে মাস্টার ডিগ্রিও পান তিনি

Image credits: Getty

বিবাহিতদের এক লাখ টাকার পেনশন দেবে সরকার

PPF থেকে এই সহজ উপায়ে মিলবে দ্বিগুণ সুদ

UPI Surcharge: পেটিএম-এ টাকা জমা! ইউপিআই কাটবে টাকা

১ এপ্রিল থেকে বদল আসছে আয়কর নীতিতে, ১০ এমন নয়া নিয়ম একনজরে