Bangla

আয়কর ছাড়ের ঘোষণার মূল পয়েন্ট

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করলেন।সারা দেশ তাকিয়ে ছিল মোদী সরকারের এই বাজেটে আয়কর ছাড়ের ঘোষণার দিকে।

Bangla

আয়কর ছাড়ের ঘোষণার মূল পয়েন্ট

নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে, ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে।

Image credits: our own
Bangla

আয়কর ছাড়ের ঘোষণার মূল পয়েন্ট

৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে।

Image credits: Google
Bangla

আয়কর ছাড়ের ঘোষণার মূল পয়েন্ট

১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না।

Image credits: Google
Bangla

আয়কর ছাড়ের ঘোষণার মূল পয়েন্ট

নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা।

Image credits: Google
Bangla

আয়কর ছাড়ের ঘোষণার মূল পয়েন্ট

এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা।

Image Credits: Google