অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করলেন।সারা দেশ তাকিয়ে ছিল মোদী সরকারের এই বাজেটে আয়কর ছাড়ের ঘোষণার দিকে।
নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে, ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে।
৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে।
১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না।
নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা।
এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা।
কী কী চমক রয়েছে এবারের বাজেটে? দেখে নিন এক ঝলকে
একেবারে জলের দরে এমন স্টক কিনুন যা এক বছরে দেবে দ্বিগুণ রিটার্ন
PPF স্কিমে বিনিয়োগ করলে বাড়বে টাকার অঙ্ক, রইল সব তথ্য
নভেম্বরে ব্যাঙ্ক ছুটি ১৫ দিন , রয়েছে ভাইফোঁটা ও গুরুনানক জয়ন্তী