Bangla

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ ভাল সুদ এবং কর সঞ্চয়ের একটি উৎস। বেশিরভাগ ভারতীয় এই স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন।

Bangla

এই বিনিয়োগ কোন ক্যাটাগরির

এই বিষয়ে সরকারি নিশ্চয়তা রয়েছে। বিশেষ বিষয় হলো এই বিনিয়োগ রাখা হয়েছে EEE ক্যাটাগরিতে।

Image credits: Getty
Bangla

এই বিনিয়োগ কি করমুক্ত

আপনার করা এই বিনিয়োগের অর্থ, সুদ এবং ম্যাচুরিটির পরিমাণ তিনটিই সম্পূর্ণ করমুক্ত।

Image credits: Getty
Bangla

কত পরিমান অঙ্কের উপর কর ছাড় পাওয়া যায়

পিপিএফ-এ বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যায়।

Image credits: Getty
Bangla

এই বিনিয়োগের কত বার টাকা জমা দেওয়া যাবে

আপনি বছরে ১২ বার টাকা জমা দিতে পারেন।

Image credits: Getty
Bangla

বিনিয়োগ দ্বিগুণ হবে কিভাবে?

আয়করের ধারা 80C-এর অধীনে একজন আর্থিক বছরে স্ত্রী নামে ১.৫ লক্ষ টাকা জমা করতে পারেন। এই দুটি অ্যাকাউন্টেই আলাদা সুদ পাওয়া যাবে।

Image credits: Getty
Bangla

পিপিএফ-এ বিনিয়োগ করলে এই সুবিধা মিলবে

স্ত্রী নামে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুললে বিনিয়োগকারী নিজের এবং স্ত্রীর- দুটি অ্যাকাউন্টেই আলাদা আলাদা সুদ পাবেন।

Image credits: Getty
Bangla

বিনিয়োগ দ্বিগুণ করার সুযোগ

পার্টনারের PPF অ্যাকাউন্টে আপনার প্রারম্ভিক বিনিয়োগ থেকে আয় বছরের পর বছর আপনার আয়ে যোগ হবে।

Image credits: Getty

UPI Surcharge: পেটিএম-এ টাকা জমা! ইউপিআই কাটবে টাকা

১ এপ্রিল থেকে বদল আসছে আয়কর নীতিতে, ১০ এমন নয়া নিয়ম একনজরে

প্যান ও আধার নম্বর লিঙ্ক হয়েছে কি না বোঝার সহজ উপায়