পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ ভাল সুদ এবং কর সঞ্চয়ের একটি উৎস। বেশিরভাগ ভারতীয় এই স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন।
এই বিষয়ে সরকারি নিশ্চয়তা রয়েছে। বিশেষ বিষয় হলো এই বিনিয়োগ রাখা হয়েছে EEE ক্যাটাগরিতে।
আপনার করা এই বিনিয়োগের অর্থ, সুদ এবং ম্যাচুরিটির পরিমাণ তিনটিই সম্পূর্ণ করমুক্ত।
পিপিএফ-এ বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যায়।
আপনি বছরে ১২ বার টাকা জমা দিতে পারেন।
আয়করের ধারা 80C-এর অধীনে একজন আর্থিক বছরে স্ত্রী নামে ১.৫ লক্ষ টাকা জমা করতে পারেন। এই দুটি অ্যাকাউন্টেই আলাদা সুদ পাওয়া যাবে।
স্ত্রী নামে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুললে বিনিয়োগকারী নিজের এবং স্ত্রীর- দুটি অ্যাকাউন্টেই আলাদা আলাদা সুদ পাবেন।
পার্টনারের PPF অ্যাকাউন্টে আপনার প্রারম্ভিক বিনিয়োগ থেকে আয় বছরের পর বছর আপনার আয়ে যোগ হবে।
UPI Surcharge: পেটিএম-এ টাকা জমা! ইউপিআই কাটবে টাকা
১ এপ্রিল থেকে বদল আসছে আয়কর নীতিতে, ১০ এমন নয়া নিয়ম একনজরে
প্যান ও আধার নম্বর লিঙ্ক হয়েছে কি না বোঝার সহজ উপায়