Bangla

একটি বীমা কোম্পানি, যেটির স্টক মাথা তুলেই দাঁড়িয়ে ছিল

দেখা যাচ্ছে, এই শেয়ারে ৫% এর বেশি উত্থান হয়েছে।

Bangla

এখন ব্রোকারেজ সংস্থাগুলিও এই শেয়ার নিয়ে আশাবাদী

বীমা স্টকে বিনিয়োগ করে ৩০০ টাকা লাভ করুন। এসবিআই লাইফ শেয়ারের দাম। 

Image credits: Getty
Bangla

এসবিআই লাইফ শেয়ারের লক্ষ্যমাত্রা-১

শুক্রবার, ২৫ এপ্রিল শেয়ার বাজারে পতনের সময় এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দুর্দান্ত গতিতে দেখা গেছে। 

Image credits: freepik@pvproductions
Bangla

এসবিআই লাইফ শেয়ারের লক্ষ্যমাত্রা-২

এই শেয়ার ৫.১৫% বৃদ্ধি পেয়ে ১,৬৯১ টাকায় বন্ধ হয়েছে। 

Image credits: Freepik@karandaev
Bangla

ব্রোকারেজ সংস্থা মোতিলাল অসওয়াল

এই শেয়ারে কেনার পরামর্শ দিয়েছে।

Image credits: Freepik
Bangla

তারা ২০০০ টাকার লক্ষ্যমাত্রা ধার্য করেছে

 এইভাবে প্রতিটি শেয়ারে ৩০০ টাকার বেশি আয় হতে পারে।

Image credits: freepik
Bangla

ব্রোকারেজ সংস্থা নুভামা কী বলছে?

তারাও আবার এই শেয়ার কেনার পরামর্শ দিয়েছে।

Image credits: Gemini
Bangla

তাই SBI Life একটি ভালো অপশন হতে পারে বিনিয়োগকারীদের জন্য

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। 

Image credits: freepik

PM Kisan Yojana: পিএম কিষান যোজনাতে এই বয়সের আগে টাকা পাওয়া যাবে না?

PAN-Aadhar: কীভাবে প্যান-আধারের তথ্য সুরক্ষিত রাখবেন? জেনে নিন উপায়

Gold Jewelry Low Price: কম দামে সোনা কিনুন অক্ষয় তৃতীয়ায়

Earning Tips: রবিবারে ফোন ঘেঁটে ঘেঁটে রোজগার করুন টাকা! রইল দারুণ ১০ টিপস