টাটার ১০টি শেয়ারে বিনিয়োগের সুযোগ, ৫১% পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে
Bangla

টাটার ১০টি শেয়ারে বিনিয়োগের সুযোগ, ৫১% পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে

টাটা গ্রুপের কয়েকটি শেয়ারের দাম ক্রমাগত কমে যাচ্ছে। টানা ৫২ সপ্তাহ ধরেই টানা গ্রুপের শেয়ারগুলির দাম কম।

সোমবার টাটা গ্রুপের শেয়ারগুলির দাম একেবারে তলানিতে এসে ঠেকে গিয়েছে
Bangla

সোমবার টাটা গ্রুপের শেয়ারগুলির দাম একেবারে তলানিতে এসে ঠেকে গিয়েছে

টিসিএসের শেয়ার তার সর্বোচ্চ স্তর থেকে প্রায় ১১ শতাংশ নীচে নেমে এসেছে।

Image credits: Freepik@shahingraphics
টাটা এলক্সসির শেয়ারের দরও গত ৫২ সপ্তাহে সবচেয়ে কম হয়ে গিয়েছে
Bangla

টাটা এলক্সসির শেয়ারের দরও গত ৫২ সপ্তাহে সবচেয়ে কম হয়ে গিয়েছে

টাটা এলক্সসির শেয়ার তার সর্বোচ্চ স্তর থেকে প্রায় ৩২ শতাংশ কম দামে পাওয়া যাচ্ছে।

Image credits: Freepik@poppet07
টাটা পাওয়ারের শেয়ারের দর প্রায় ২৯ শতাংশ কমে গিয়েছে বলে জানা গিয়েছে
Bangla

টাটা পাওয়ারের শেয়ারের দর প্রায় ২৯ শতাংশ কমে গিয়েছে বলে জানা গিয়েছে

টাটা পাওয়ারের স্টক তার ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর থেকে প্রায় ২৯ শতাংশ নীচে এসেছে। এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৪৯৪.৮৫ টাকা, যেখানে বর্তমানে এটি ৩৫০ টাকার আশেপাশে রয়েছে।

Image credits: Freepik@maxxasatori
Bangla

এই মুহূর্তে টাটার শেয়ার কেনা উচিত হবে কি না, সে বিষয়ে ঝুঁকি রয়েছে

শেয়ার বাজারে বিনিয়োগ বিভিন্ন ঝুঁকির সাপেক্ষে। যে কোনও স্টকে বিনিয়োগের আগে একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image credits: Freepik@halalstock

৬টি স্টক বদলে দিতে পারে আপনার ভাগ্য, বৃহস্পতিবার নজর রাখুন এগুলির দিকে

মঙ্গলবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে ৭টি শেয়ারের দিকে নজর রাখুন

Zomato vs Swiggy: ভবিষ্যতের জন্য কোন শেয়ারটি সেরা?

২০,০০০ টাকা বেতনে এখন ৫ লাখ টাকা পেতে কি ঋণের জটিলতা?