টাটা এলক্সসির শেয়ার তার সর্বোচ্চ স্তর থেকে প্রায় ৩২ শতাংশ কম দামে পাওয়া যাচ্ছে।
Image credits: Freepik@poppet07
Bangla
টাটা পাওয়ারের শেয়ারের দর প্রায় ২৯ শতাংশ কমে গিয়েছে বলে জানা গিয়েছে
টাটা পাওয়ারের স্টক তার ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর থেকে প্রায় ২৯ শতাংশ নীচে এসেছে। এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৪৯৪.৮৫ টাকা, যেখানে বর্তমানে এটি ৩৫০ টাকার আশেপাশে রয়েছে।
Image credits: Freepik@maxxasatori
Bangla
এই মুহূর্তে টাটার শেয়ার কেনা উচিত হবে কি না, সে বিষয়ে ঝুঁকি রয়েছে
শেয়ার বাজারে বিনিয়োগ বিভিন্ন ঝুঁকির সাপেক্ষে। যে কোনও স্টকে বিনিয়োগের আগে একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিন।