পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ ভাল সুদ এবং কর সঞ্চয়ের একটি উৎস। বেশিরভাগ ভারতীয় এই স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন।
এই বিষয়ে সরকারি নিশ্চয়তা রয়েছে। বিশেষ বিষয় হলো এই বিনিয়োগ রাখা হয়েছে EEE ক্যাটাগরিতে।
আপনার করা এই বিনিয়োগের অর্থ, সুদ এবং ম্যাচুরিটির পরিমাণ তিনটিই সম্পূর্ণ করমুক্ত।
পিপিএফ-এ বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যায়।
আপনি বছরে ১২ বার টাকা জমা দিতে পারেন।
স্ত্রী নামে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুললে বিনিয়োগকারী নিজের এবং স্ত্রীর- দুটি অ্যাকাউন্টেই আলাদা আলাদা সুদ পাবেন।
পার্টনারের PPF অ্যাকাউন্টে আপনার প্রারম্ভিক বিনিয়োগ থেকে আয় বছরের পর বছর আপনার আয়ে যোগ হবে।
Budget 2024: আয়কর ছাড়ে দারুণ ঘোষণা অর্থমন্ত্রীর, এক নজরে দেখে নিন
কী কী চমক রয়েছে এবারের বাজেটে? দেখে নিন এক ঝলকে
একেবারে জলের দরে এমন স্টক কিনুন যা এক বছরে দেবে দ্বিগুণ রিটার্ন
PPF স্কিমে বিনিয়োগ করলে বাড়বে টাকার অঙ্ক, রইল সব তথ্য