পাহাড়ে গিয়ে ছবি পোস্ট করে খবরে নায়িকা।
শেষ হয়েছে চিনি ২ ছবির কাজ। তারপরই ঘুরতে গেলেন পাহাড়ে।
কর্মব্যস্ত জীবনে শান্তি বলতে একটু প্রকৃতির স্পর্শ।
সদ্য পাহাড়ে গিয়ে ছবি পোস্ট করে খবরে এলেন নায়িকা।
সারা টি শার্ট আর নীল জিন্সে দেখা গিয়েছে তাঁকে।
খোলা চুল ও নো মেকআপ লুকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে তাঁকে।
কখনও পাহাড়ি রাস্তায় তো কখনও হোটেলের মধ্যে তুলেছেন ছবি।
সবুজ প্রকৃতির স্পর্শ যে তিনি উপভোগ করছেন তা ছবিতে স্পষ্ট বোঝা গিয়েছে।
এদিকে শীঘ্রই আসছে চিনি ২। ছবির প্রধান চিত্রে দেখা যাবে তাঁকে।
ছবিতে থাকছেন মধুমিতা, অপারিজাত আঢ্য, লিলি চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায় ও পিঙ্কি বন্ধ্যোপাধ্যায়।
সাদা পোশাকে উন্মুক্ত বক্ষবিভাজন, রইল ঋতাভরীর হট লুকের ছবি
Bikini Woman: কালো বিকিনি আর সিক্ত দেহে টলিউড সুন্দরী, কে এই নায়িকা?
Jaya Ahsan: জন্মদিনে রইল নায়িকার অভিনীত সেরা ছবি, দেখে নিন এক ঝলকে
'অন্তঃস্বত্ত্বা' রুক্মিণী তাঁর 'একমাত্র সত্য'- জন্মদিনে শুভেচ্ছা দেবের