বাংলাদেশ ও টলিউড ইন্ডাস্ট্রি- উভয় ক্ষেত্রেই সেরা ১০ নায়িকার তালিকায় স্থান পান জয়া। আজ তাঁর জন্মদিনে রইল তাঁরই অভিনীত সেরা কয়টি ছবির কথা।
২০১৭ সালে মুক্তি পায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বিসর্জন।
২০১৫ সালে মুক্তি পায় সৃজিত পরিচালিত রাজকাহিনি।
২০১৬ সালে মুক্তি পাওয়া ঈগলের চোখ ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় জয়াকে।
সৃজিত পরিচালিত এক যে ছিল রাজা ছবিতে দেখা যায় তাঁকে। অভিনয়ের জন্য বাংলা ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের বেস্ট সার্পোটিং অ্যাকট্রেস হিসেবে মনোনিত হন।
বাংলাদেশী ছবি খাঁচা ব্যপক মাত্রায় সফল হয়। ছবির প্রধান চরিত্রে ছিলেন জয়া।
বাংলাদেশী ছবি দেবী-ও তাঁর কেরিয়ারে আরও এক হিট ছবি।
২০১৮ সালে মুক্তি পাওয়া বিজয়া ছবিতে দেখা গিয়েছি তাঁকে।
বিরশা দাশগুপ্ত পরিচালিত ক্রিসক্রস ছবিতে অন্যরকম চরিত্রে দেখা দেন জয়া।
২০১৯ সালে মুক্তি পাওয়া কন্ঠ ছবিতে দেখা গিয়েছিল জয়াকে।