এতদিন টলিউডে রাজত্ব করার পর সদ্য ‘পোস্ত’র হিন্দি রিমেক দিয়ে বলিউডে পা রেখেছেন মিমি। জানা যায়, তাঁর পারিশ্রমিক ২২ লাখ টাকা।
এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রির ‘লিডিং মোস্ট হিরোইন’ বলা হয় শুভশ্রীকে। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। এই মুহূর্তে ২৫-৩০ লাখ টাকা পারিশ্রমিক নেন শুভশ্রী।
পারিশ্রমিকের নিরিখে শ্রাবন্তীও কিন্তু কারোর থেকে পিছিয়ে নেই। জানা গিয়েছে, এই মুহূর্তে শ্রাবন্তী ছবিপিছু ২৩ লাখ টাকা করে দর হাঁকেন।
নুসরত জাহান টলিউড এবং রাজনীতি দুই দুনিয়ারই অংশ। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই সাংসদ-অভিনেত্রীর পারিশ্রমিক ২০ লাখ টাকা।
টলিউডের পাশাপাশি বঙ্গ রাজনীতির পরিচিত মুখ হলেন সায়ন্তিকা। জানা যায়, প্রত্যেক সিনেমার জন্য ১৪ লাখ টাকা করে নেন সায়ন্তিকা।
পায়েল এমন একজন অভিনেত্রী যিনি বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার সিনেমাতেও অভিনয় করেন। পায়েলের পারিশ্রমিক ১২ লাখ টাকা।
গত প্রায় আড়াই দশক ধরে টলিউডে রাজত্ব করছেন কোয়েল। নায়কবর্জিত সিনেমা একা হাতে টেনে নিয়ে যেতে পারেন তিনি। একটি সিনেমার জন্য ২৫ লাখ টাকা নেন কোয়েল।
নব্বইয়ের দশকে টলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এখন ঋতুপর্ণা অবশ্য ছবির সংখ্যা কিছুটা কমিয়ে দিয়েছেন। তিনি এখন ১৫ লাখ টাকা চার্জ করেন।
টলিউডের পাশাপাশি বলিউডেরও পরিচিত মুখ হয়ে গিয়েছেন পাওলি দাম। জাতীয় স্তরে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। জানা যায়, প্রত্যেক সিনেমার জন্য ১৫ লাখ টাকা করে পারিশ্রমিক নেন পাওলি।
টলিউডের পাশাপাশি বলিউডেও পরিচিত মুখ রাইমা সেন। এখন অবশ্য বাংলা সিনেমায় খুব একটা বেশি দেখা যাচ্ছে না রাইমাকে। জানা যায়, প্রত্যেক ছবির জন্য রাইমা প্রায় ৭ লাখ টাকা পারিশ্রমিক নেন।