রবি ঠাকুরের উপন্যাস ও ছোটগল্পের আধারে নির্মিত হয়েছে বাংলা সিনেমা৷ সত্যজিৎ রায়,তপন সিনহা, ঋতুপর্ণ ঘোষ বাংলা চলচ্চিত্রের মহীরূহরা বারংবার আঁকড়ে ধরেছেন তাঁর অমূল্য সব সৃষ্টিকে
সত্যজিৎ রায় পরিচালিত এই ছবির গল্প নেওয়া হয়েছিল কবিগুরুর নষ্টনীড় উপন্যাস থেকে। মেয়েদের চৌহদ্দির মধ্যে থেকেও সাহসিকতা ও বুদ্ধির জোড়ে নিজের জায়গা করে নিতে হয় তা তিনি দেখিয়েছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা ছোট গল্প থেকে নেওয়া এই ছবির কাহিনী। মানুষের প্রতি বিশ্বাস, সারল্যতা ও আবেগ কতটা তাৎপর্য বহন করে তা এই ছবির প্রতিটি ভাষায় স্পষ্ট হয়ে ওঠে
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি ছোট গল্প অবলম্বনে তৈরি এই ছবির পটভূমি। পোস্টমাস্টার, মনিহারা, সমাপ্তি। সত্যজিৎ রায় পরিচালিত এই ছবি আজও বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম সম্পদ।
সত্যজিৎ রায় রাজনৈতিক পটভূমিতে এই ছবিকে সাজালেও রবি ঠাকুরের এই গল্পের পটভূমি ছিল যথেষ্ট বাস্তববাদী। তিনটি চরিত্রের ত্রিকোণ প্রেমের গল্পে গাঁথা এই ছবির ভিত বিমলা, সন্দীপ ও নিখিলেশ
পরিচালক তপন সিনহা কবিগুরুর গল্প অবলম্বনে ছবিটি তৈরি করেছিলেন। তারা নামে একটি ছেলের নানান খুঁটিনাটি ছোট আবেগগুলো নিয়ে মজার ছলে তৈরি এই গল্পের পটভূমি।
সুমন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রেক্ষাপটেও রবীন্দ্রনাথের অবদান। তারই গল্প অনুসারে তৈরি এই ছবি। যেখানে বাংলা এক বিশেষ সামাজিক স্তরের বিবরণে ফুঁটে উঠেছে গল্পের মাধুর্যতা।
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই ছবি রবি ঠাকুরের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। সম্পর্কের টানাপোড়েনের যে সমীকরণ তাঁর কলমে সেইসময় উঠে এসেছিল তা আজকের দিনেও সমাজের কাছে সমান তৎপর্যপূর্ণ
বাপ্পাদিত্য বন্দোপাধ্যায় পরিচালিত ছবির মূল প্রেক্ষাপট রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চার অধ্যায়। দেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটের ওপর নির্ভর করে তৈরি এই ছবির গল্প লেখা হয়েছিল
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবি নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে তৈরি। ঝড়ের ফলে বিয়ের রাতে বদলে যাওয়া চারটি জীবনের সম্পর্কের টানাপোড়েনের গল্প।