Bangla

মহাত্মা গান্ধী প্রয়াণ দিবস

আজ ৩০ জানুয়ারি। ১৯৫০ সালে এই দিনে প্রয়াত হন মহাত্মা গান্ধী। আজ

Bangla

ছবির তালিকা

আজ এই বিশেষ দিনে রইল পাঁচটি ছবির কথা। গান্ধীজির জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিগুলো।

Image credits: Social Media
Bangla

গান্ধী গডসে এক যুদ্ধ

২৬ জানুয়ারি ২০২৩ সালে মুক্তি পায় গান্ধী গডসে এক যুদ্ধ। দীপক আন্তানি, চিন্ময় মন্ডলেকার, তানিশা সন্তোষী, অনুজ সাইনির মতো তারকারা।

Image credits: Social Media
Bangla

হে রাম

২০০০ সালে মুক্তি পায় হে রাম। কমল হাসান প্রযোজিত ও পরিচালিত ছবিটি। রানী মুখোপাধ্যায় থেকে নাসিরুদ্দিন শাহ-র মতো তারাকা অভিনয় করেন ছবিতে।

Image credits: Social Media
Bangla

দ্য গান্ধী মার্ডার

২০১৯ সালে মুক্তি পায় দ্য গান্ধী মার্ডার। রাকেশ শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। রাজিত কাপুর, বিকাশ শ্রীবাস্তব থেকে রাজপাল যাদবের মতো তারকারা অভিনয় করেন ছবিতে।

Image credits: Social Media
Bangla

গান্ধী

১০৮২ সালে মুক্তি পায় গান্ধী। অস্কার জয় করেছিল ছবিটি। বেন কিংসলে অভিনয় করেছিলেন ছবিতে।

Image credits: Social Media
Bangla

নাইন আওয়ার অফ রামা

১৯৬৩ সালে মুক্তি পায় নাইন আওয়ার অফ রামা। ব্রিটিশ আমেরিকান ডিরেক্টর মার্ক রবসন ছবিটি তৈরি করেন।

Image credits: Social Media

ফাইটার মুক্তির আগে দেখে নিন হৃতিক অভিনীত কোন কোন ছবির আয় গড়েছে রেকর্ড

হৃতিক থেকে কার্তিক- রামলালার অবতারে দেখে নিন ১০ তারকাকে, রইল ছবি

হিনা থেকে রূপালী- জেনে নিন কোন তারকা অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নেন

ঐশ্বর্য থেকে দীপিকা- বলিউডের ১০ তারকা সব থেকে ধ্বনি অভিনেত্রী