আজ ৩০ জানুয়ারি। ১৯৫০ সালে এই দিনে প্রয়াত হন মহাত্মা গান্ধী। আজ
আজ এই বিশেষ দিনে রইল পাঁচটি ছবির কথা। গান্ধীজির জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিগুলো।
২৬ জানুয়ারি ২০২৩ সালে মুক্তি পায় গান্ধী গডসে এক যুদ্ধ। দীপক আন্তানি, চিন্ময় মন্ডলেকার, তানিশা সন্তোষী, অনুজ সাইনির মতো তারকারা।
২০০০ সালে মুক্তি পায় হে রাম। কমল হাসান প্রযোজিত ও পরিচালিত ছবিটি। রানী মুখোপাধ্যায় থেকে নাসিরুদ্দিন শাহ-র মতো তারাকা অভিনয় করেন ছবিতে।
২০১৯ সালে মুক্তি পায় দ্য গান্ধী মার্ডার। রাকেশ শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। রাজিত কাপুর, বিকাশ শ্রীবাস্তব থেকে রাজপাল যাদবের মতো তারকারা অভিনয় করেন ছবিতে।
১০৮২ সালে মুক্তি পায় গান্ধী। অস্কার জয় করেছিল ছবিটি। বেন কিংসলে অভিনয় করেছিলেন ছবিতে।
১৯৬৩ সালে মুক্তি পায় নাইন আওয়ার অফ রামা। ব্রিটিশ আমেরিকান ডিরেক্টর মার্ক রবসন ছবিটি তৈরি করেন।