Bangla

হৃতিক অভিনীত ছবি

শীঘ্রই মুক্তি পাবে ফাইটার। এই ছবি মুক্তির আগে দেখে নিন হৃতিক অভিনীত কোন কোন ছবির আয় গড়েছে রেকর্ড

Bangla

ওয়্যার

হৃতিক রোশন অভিনীত ওয়্যার গড়েছিল রেকর্ড। ছবিটি আয় করেছিল ২৯২.৭১ কোটি টাকা। 

Image credits: Social Media
Bangla

বিক্রম বেদা

হৃতিক অভিনীত বিক্রম বেদা ছবিটিও সফল হয়। ছবির আয় ছিল ১৩৫ কোটি। 

Image credits: Social Media
Bangla

অগ্নিপথ

অগ্নিপথ ছবিটিও ব্যাপক আয় করেছিল। ১১৯ কোটি আয় করে ছবিটি। 

Image credits: Social Media
Bangla

ব্যাং ব্যাং

১৪১ কোটি টাকা আয় করেছিল ব্যাং ব্যাং ছবিটি। ছবিতে হৃতিকে সঙ্গে জুটি বাঁধেন ক্যাটরিনা। 

Image credits: Social Media
Bangla

সুপার ৩০

একেবারে অন্যরকম চরিত্রে সুপার ৩০ ছবিতে দেখা দেন হৃতিক। ছবির আয়  হয়েছিল ১৪৭ কোটি টাকা।  

Image credits: Social Media
Bangla

কৃষ

কৃষ ছবির সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছবিটি আয় করেছিল ১৭৫.৮৩ কোটি। 

Image credits: Social Media
Bangla

ফাইটার

২৫ জানুয়ারি মুক্তি পাবে ফাইটার। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বক্স অফিসে দেখা দেবেন হৃতিক। থাকছেন দীপিকা ও অনিল কাপুরও। 

Image credits: Social Media

হৃতিক থেকে কার্তিক- রামলালার অবতারে দেখে নিন ১০ তারকাকে, রইল ছবি

হিনা থেকে রূপালী- জেনে নিন কোন তারকা অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নেন

ঐশ্বর্য থেকে দীপিকা- বলিউডের ১০ তারকা সব থেকে ধ্বনি অভিনেত্রী

স্বদেশ থেকে রঙ দে বসন্তি- এই কয়টি ছবি প্রত্যাখ্যান করেছিলেন হৃতিক রোশন