বলিউড ও দক্ষিণী ছবিতে কাজ করে চলেছেন ঐশ্বর্য। রিপোর্ট বলছে, ৮০০ কোটি সম্পত্তির মালিক ঐশ্বর্য।
২৫৫ কোটির সম্পত্তির মূল্য অনুষ্কা শর্মা। বলিউড ছবিতে কাজ করে চলেছেন তিনি।
৫০০ কোটির সম্পত্তির মালিক দীপিকা পাড়ুকোণ। বলিউড, দক্ষিণী ছবি ছাড়াও হলিউড ছবিতে কাজ করেছেন দীপিকা।
২২৯ কোটি মালিক আলিয়া। এমনই বলছে রেকর্ড। বহুদিন ধরে বলিউড ছবির সঙ্গে যুক্ত তিনি। বহু হিট দিয়েছেন দর্শকদের।
দক্ষিণী তারকা নয়নতারার মোট সম্পত্তির মূল্য ১০০ কোটি।
২৫০ কোটির মালিক মাধুরী। নব্বইয়ের সেরা নায়িকা তালিকার শীর্ষ স্থানে ছিলেন মাধুরী দীক্ষিত।
৪৪০ কোটির মালিক করিনা কাপুর খান। কাপুর কন্যা খুব অল্প বয়স থেকে অভিনয় করছেন।
৬২০ কোটির মালিক প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডে জমিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা।
১৩৫ কোটির মালিক ক্যাটরিনা কইফ। সদ্য মুক্তি পেল খ্রিস্টমাস ছবিটি। কেরিয়ারের শুরু থেকে একাধিক হিট দিয়েছেন তিনি।
স্বদেশ থেকে রঙ দে বসন্তি- এই কয়টি ছবি প্রত্যাখ্যান করেছিলেন হৃতিক রোশন
ইব্রাহিম আলি খান থেকে রাশা- চলতি বছরে ডেবিউ করবেন এই আট স্টার কিড
ভিকি থেকে অভিষেক- জেনে নিন Bigg Boss 17 ফাইনালে অংশ নিতে চলেছেন কে কে
হাউসফুল ৫ থেকে ফান ৪- দেখে নিন চলতি বছরে মুক্তি পাবে কোন কোন কমেডি ছবি