Bangla

'টাটা' আমির খান

ছেলে জুনেইদ খানের ওপর সব দায়িত্ব তুলে দিয়ে বলিউডকে বিদায় জানাচ্ছেন আমির খান।

Bangla

দায়িত্বে ছেলে

ছেলে জুনেইদ খানের ওপর দিয়ে যাচ্ছেন তাঁর প্রযোজনা সংস্থার যাবতীয় দায়িত্ব।

Image credits: Social Media
Bangla

জুনেইদ খান

সম্প্রতি মুক্তি পেয়েছে মহারাজ ছবিটি। অভিনয় প্রশংসিত হয়েছে। তারপরই প্রয়োজনা সংস্থার দায়িত্ব দিচ্ছেন আমির।

Image credits: Social Media
Bangla

জুনেইদের দাবি

জুনেইদ বলেছেন, তাঁর বাবা তাঁকে বলেছেন তিনি অবসর নিচ্ছেন। তাঁকেই দায়িত্ব নিতে হবে।

Image credits: Social Media
Bangla

প্রযোজনা সংস্থার হস্তক্ষেপ

জুনেইদ জানিয়েছেন, এটি অন্যতম কঠিন কাজ। কিন্তু তার এই কাজটি করতে ভাল লাগে। তাই তিনি হস্তক্ষেপ করেন।

Image credits: Social Media
Bangla

প্রথম ছবি নিয়ে কথা

জুনেইদ জানিয়েছেন, মহরাজ অন্য ধারার ছবি। কিন্তু এই ছবি নিয়ে তাঁর বাবা আমির ও মা রিনার মধ্যে কোনও টেনশন ছিল না।

Image credits: Social Media
Bangla

আমির খান

চকোলেট বয় হিসেবেই কেরিয়ার শুরু হয়েছিল। কিন্তু ধীরে ধীরে নিজেকে পারফেকসানিস্ট তৈরি করেন আমির খান।

Image credits: Social Media
Bangla

নানান ভূমিকায়

রোমান্টিক হিরোর পাশাপাশি অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা গিয়েছে তাঁর। কমেডি হিরো হিসেবেও দর্শকদের মন জয় করেছেন তিনি।

Image credits: Instagram

দরকার নেই অভিষেকের খোরপোষের টাকা, কোটি কোটি টাকার মালকিন ঐশ্বর্য

সলমন খানের নতুন রেকর্ড,আবারও ভাইজান মন জয় করলেন ভক্তদের

বলিউডের সবথেকে ফ্লপ স্টার কিড কে? যাঁর বাবা ও জামাইবাবু সুপারস্টার

এই ৯ ছবি মুক্তির জন্য দিন গুণছে সিনেপ্রেমীরা