দরকার নেই অভিষেকের খোরপোষের টাকা, কোটি কোটি টাকার মালকিন ঐশ্বর্য। রইল টাকা কড়ির হিসেব।
বলিউডে ভাঙতে চলেছে আরও একটি বিয়ে। অভিষেক-ঐশ্বর্যর বিয়ে ভাঙতে চলেছে। কিন্তু কত টাকা খোরপোষ পাবেন ঐশ্বর্য- এই জল্পনার মধ্যেই জানুন তার সম্পত্তি
প্রায় ২৫ বছর রয়েছেন বলিউডে। উজ্জ্বল ঐশ্বর্য ফিল্মি কেরিয়ার। ছবির পাশাপিশি বিজ্ঞাপণের মডেল।
মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই। দেশি বিদেশি একাধিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডার তিনি। সেখান থেকেও প্রচুর আয়।
রিপোর্ট অনুযায়ী ঐশ্বর্য রাই কয়েক কোটি টাকার মালিক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮৬২ কোটি টাকা।
ঐশ্বর্যর দেশের পাশাপাশি দুবাইতেও একটি বাড়ি রয়েছে।
ছবি পিছু ঐশ্বর্য পারিশ্রমিক নেন প্রায় ১০ কোটি টাকা। বিজ্ঞাপন পিছু তিনি নেন ৭-৮ কোটি টাকা।
ঐশ্বর্য আর অভিষেকের বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা বাড়ছে। তাই উঠছে খোরোপেষের প্রশ্ন। কিন্তু ঐশ্বর্য নিজেই কোটি কোটি টাকার মালিক।
বলিউডে কানাঘুঁশো শোনা যায় ননদ শ্বেতা নন্দা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে পারিবারিক বিবাদের কারণেই সম্পর্কে চিড়।
অনেকে আবার বলেন জলসার মালিকানা নিয়েই ঐশ্বর্যর সঙ্গে গোটা বচ্চন পরিবারের বিবাদ।
পরিবারের সদস্যরা এখন ঐশ্বর্যর সঙ্গে থাকেন না। স্বামীও দূরে সরে গেছেন। তবে মেয়ে রয়েছে মা ঐশ্বর্যর সঙ্গে।
সলমন খানের নতুন রেকর্ড,আবারও ভাইজান মন জয় করলেন ভক্তদের
বলিউডের সবথেকে ফ্লপ স্টার কিড কে? যাঁর বাবা ও জামাইবাবু সুপারস্টার
এই ৯ ছবি মুক্তির জন্য দিন গুণছে সিনেপ্রেমীরা
অনন্ত আম্বানিকে জড়িয়ে ধরে ছবি তৈমুরের ন্যানির, রইল কারণ