ঢাই আক্সর প্রেম কে ছবিটি তাঁদের প্রথম ছবি। ২০০০ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সে সময় মাত্র ৮.১৭ কোটি আয় করেছিল ছবিটি।
কুছ না কহো মুক্তি পায় ২০০৩ সালে এই ছবি একেবারে ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। সে সময় আয় করেছিল ৬.৪৬ কোটি।
সরকার রাজ মুক্তি পায় ২০০৮ সালে। ছবিতে অভিষেক, ঐশ্বর্য ছাড়াও ছিলেন অমিতাভ বচ্চন। ছবির আয় হয়েছিল ৩৪.৩১ কোটি।
২০১০ সালে মুক্তি পায় রাবন। একেবার ভিন্ন চরিত্রে দেখা দেয় দুজনই। ছবির আয় হয়েছিল ২৯.১৭ কোটি।
গুরু ঐশ্বর্য ও অভিষেকের কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি। এটি সে সময় হিট করেছিল। ৪৫.৪৯ কোটি আয় করেছিল ছবিটি।
বান্টি অউর বাবলি ছবিতে একটি গানে দেখা গিয়েছিল ঐশ্বর্য ও অভিষেকের জুটি।
উমরাও জান ছবিটিও ঐশ্বর্য ও অভিষেকের কেরিয়ারের অন্যতম ছবি। ২০০৬ সালে মুক্তি পায় ছবিটি।
ধুম ২ ছবিতে দেখা গিয়েছে ঐশ্বর্য ও অভিষেককে। এই ছবিতে জুটি না বাঁধলেও অভিনয় করেন ঐশ্বর্য ও অভিষেক।
বিগ বস থেকে ইন্ডিয়ান আইডল- সব থেকে বেশি দিন চলেছে এই ১০টি রিয়েলিটি শো
৩টি ছবির ব্যবসা ১১০০ কোটি টাকা, সুপারস্টারের জীবন কেটেছিল দারিদ্রে
কঙ্গনা অভিনীত এই সকল ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে, দেখে নিন কী কী
সপ্তাহান্তে OTT-তে মুক্তি পাচ্ছে এই কয়টি সিরিজ এবং ছবি, রইল তালিকা