Bangla

ঢাই আক্সর প্রেম কে

ঢাই আক্সর প্রেম কে ছবিটি তাঁদের প্রথম ছবি। ২০০০ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সে সময় মাত্র ৮.১৭ কোটি আয় করেছিল ছবিটি।  

Bangla

কুছ না কহো

কুছ না কহো মুক্তি পায় ২০০৩ সালে এই ছবি একেবারে ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। সে সময় আয় করেছিল ৬.৪৬ কোটি। 

Image credits: Facebook
Bangla

সরকার রাজ

সরকার রাজ মুক্তি পায় ২০০৮ সালে। ছবিতে অভিষেক, ঐশ্বর্য ছাড়াও ছিলেন অমিতাভ বচ্চন। ছবির আয় হয়েছিল ৩৪.৩১ কোটি। 

Image credits: Facebook
Bangla

রাবন

২০১০ সালে মুক্তি পায় রাবন। একেবার ভিন্ন চরিত্রে দেখা দেয় দুজনই। ছবির আয় হয়েছিল ২৯.১৭ কোটি।  

Image credits: Facebook
Bangla

গুরু

গুরু ঐশ্বর্য ও অভিষেকের কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি। এটি সে সময় হিট করেছিল। ৪৫.৪৯ কোটি আয় করেছিল ছবিটি। 

Image credits: Facebook
Bangla

বান্টি অউর বাবলি

বান্টি অউর বাবলি ছবিতে একটি গানে দেখা গিয়েছিল ঐশ্বর্য ও অভিষেকের জুটি। 

Image credits: Facebook
Bangla

উমরাও জান

উমরাও জান ছবিটিও ঐশ্বর্য ও অভিষেকের কেরিয়ারের অন্যতম ছবি। ২০০৬ সালে মুক্তি পায় ছবিটি। 

Image credits: Facebook
Bangla

ধুম ২

ধুম ২ ছবিতে দেখা গিয়েছে ঐশ্বর্য ও অভিষেককে। এই ছবিতে জুটি না বাঁধলেও অভিনয় করেন ঐশ্বর্য ও অভিষেক। 

Image credits: Facebook

বিগ বস থেকে ইন্ডিয়ান আইডল- সব থেকে বেশি দিন চলেছে এই ১০টি রিয়েলিটি শো

৩টি ছবির ব্যবসা ১১০০ কোটি টাকা, সুপারস্টারের জীবন কেটেছিল দারিদ্রে

কঙ্গনা অভিনীত এই সকল ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে, দেখে নিন কী কী

সপ্তাহান্তে OTT-তে মুক্তি পাচ্ছে এই কয়টি সিরিজ এবং ছবি, রইল তালিকা