তিনটি ছবি ১১০০ কোটি টাকা আয় করেছে। জাতীয় পুরস্কারও পেয়েছেন। কিন্তু অতীত জীবন ছিল অত্যান্ত কষ্টের।
সম্প্রতি নিজের অতীত জীবনের কথা স্মরণ করেছেন সুপারস্টার ভিকি কৌশল। যে দিনগুলি ছিল অত্যান্ত কষ্ট আর অভাবের
একটা সময় মুম্বইয়ের চলেই ছিল তাঁর বাস। ১০ বাই ১০ এর একটি ঘরে ছিল গোটা পরিবারের বাস।
অত্যান্ত অভাব থাকলেও জীবন যুদ্ধে পরিবারের সদস্যদের পাশে পেয়েছেন ভিকি কৌশল। তিন ছবি মোড় ঘুরিয়ে দেয়
সঞ্জু ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন ভিকি কৌশল। এই ছবি ৫৮৮.৫০ কোটি টাকা আয় করেছিল।
উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক-এর মুখ্য ভূমিকায় ছিলেন ভিকি কৌশল। পেয়েছিলেন জাতীয় পুরস্কার। আয় করেছিল ৩৪১.৭৫ কোটি টাকা।
আলিয়ার পাশে ছোট্ট রোলে অভিনয় করেও নজর কেড়েছিলেন ভিকি কৌশল। এই ছবিও বক্স অফিসে অত্যান্ত সফল। আয় করেছিল ১৯৫ কোটি টাকা।
একাধিক হিট ছবি রয়েছে ভিকি কৌশলের ঝুলিতে। ভিকির ঘরনী ক্যাটরিনা কাইফ।
কঙ্গনা অভিনীত এই সকল ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে, দেখে নিন কী কী
সপ্তাহান্তে OTT-তে মুক্তি পাচ্ছে এই কয়টি সিরিজ এবং ছবি, রইল তালিকা
পরিণীতি থেকে কিয়ারা- এবার প্রথম করওয়া চৌথ পালন করবেন এই কয় তারকা
ভারতের প্রথম অভিনেত্রী - যার ছবি ২০০০ কোটি টাকার ব্যবসা করেছে