Bangla

৩ ছবিতে আয় ১১০০ কোটি টাকা

তিনটি ছবি ১১০০ কোটি টাকা আয় করেছে। জাতীয় পুরস্কারও পেয়েছেন। কিন্তু অতীত জীবন ছিল অত্যান্ত কষ্টের।

Bangla

ভিকি কৌশলের অতীত

সম্প্রতি নিজের অতীত জীবনের কথা স্মরণ করেছেন সুপারস্টার ভিকি কৌশল। যে দিনগুলি ছিল অত্যান্ত কষ্ট আর অভাবের

Image credits: Instagram
Bangla

ভিকির উত্থান

একটা সময় মুম্বইয়ের চলেই ছিল তাঁর বাস। ১০ বাই ১০ এর একটি ঘরে ছিল গোটা পরিবারের বাস।

Image credits: Instagram
Bangla

পরিবারের সদস্যদের পাশে ভিকি

অত্যান্ত অভাব থাকলেও জীবন যুদ্ধে পরিবারের সদস্যদের পাশে পেয়েছেন ভিকি কৌশল। তিন ছবি মোড় ঘুরিয়ে দেয়

Image credits: social media
Bangla

সঞ্জু

সঞ্জু ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন ভিকি কৌশল। এই ছবি ৫৮৮.৫০ কোটি টাকা আয় করেছিল।

Image credits: social media
Bangla

উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক

উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক-এর মুখ্য ভূমিকায় ছিলেন ভিকি কৌশল। পেয়েছিলেন জাতীয় পুরস্কার। আয় করেছিল ৩৪১.৭৫ কোটি টাকা।

Image credits: social media
Bangla

রাজি

আলিয়ার পাশে ছোট্ট রোলে অভিনয় করেও নজর কেড়েছিলেন ভিকি কৌশল। এই ছবিও বক্স অফিসে অত্যান্ত সফল। আয় করেছিল ১৯৫ কোটি টাকা।

Image credits: social media
Bangla

সফলের শিখরে

একাধিক হিট ছবি রয়েছে ভিকি কৌশলের ঝুলিতে। ভিকির ঘরনী ক্যাটরিনা কাইফ।

Image credits: Instagram

কঙ্গনা অভিনীত এই সকল ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে, দেখে নিন কী কী

সপ্তাহান্তে OTT-তে মুক্তি পাচ্ছে এই কয়টি সিরিজ এবং ছবি, রইল তালিকা

পরিণীতি থেকে কিয়ারা- এবার প্রথম করওয়া চৌথ পালন করবেন এই কয় তারকা

ভারতের প্রথম অভিনেত্রী - যার ছবি ২০০০ কোটি টাকার ব্যবসা করেছে