Bangla

তেজশ

আজই মুক্তি পেল কঙ্গনা রানাওয়াত অভিনীত তেজশ। একেবারে ভিন্ন ধরনার কাহিনি নিয়ে মুক্তি পেল ছবিটি।

Bangla

ছবির আয়

তেজশ ছবি নিয়ে দর্শক মহলে তেমন উচ্ছ্বাসা না থাকলেও ছবির আয় নেহাত কম নয়। ১.২৫ কোটি আয় করেছে ছবিটি।

Image credits: Instagram
Bangla

হিট ও ফ্লপ ছবি

দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করছেন কঙ্গনা। হিট ছবি যেমন দর্শকদের উপহার দিয়েছেন, সঙ্গে তাঁর একাধিক ছবি মুখ থুবড়ে পড়েছে। আজ রইল এমন ব্যর্থ ছবির কথা।

Image credits: our own
Bangla

ধাকর

ধাকর ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। ছবির সর্বমোট আয় ৩.৭৭ কোটি।

Image credits: Instagram
Bangla

থলাইভি

থলাইভি ছবিটিও সেভাবে ব্যবসা করতে পারেনি। ছবিটি আয় করেছিল ১.৪৬ কোটি।

Image credits: Instagram
Bangla

চন্দ্রমুখী ২

চন্দ্রমুখী ২ ছবিটি আয় করেছে মাত্র ৬৪ কোটি টাকা।

Image credits: Instagram
Bangla

আই লাভ নিউ ইয়র্ক

আই লাভ নিউ ইয়র্ক মুক্তি পায় ২০১৫ সালে। ছবিটি আয় করেছিল ১.৫৪ কোটি টাকা।

Image credits: Instagram
Bangla

বাদা রাহা

বাদা রাহা ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। এই ছবিটিও মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।

Image credits: Instagram
Bangla

মিলে না মিলে

মিলে না মিলে ছবিটি মুক্তি পায় ২০১১ সালে। মাত্র ৭৭ লক্ষ আয় করেছে ছবিটি।

Image credits: Instagram
Bangla

রাজ্জো

রাজ্জো ছবির আয় ১.৭৩ কোটি। ছবিটি মুক্তি পায় ২০১৩ সালে। এই ছবিটিও ব্যর্থ হয় বক্স অফিসে।

Image credits: Instagram

সপ্তাহান্তে OTT-তে মুক্তি পাচ্ছে এই কয়টি সিরিজ এবং ছবি, রইল তালিকা

পরিণীতি থেকে কিয়ারা- এবার প্রথম করওয়া চৌথ পালন করবেন এই কয় তারকা

ভারতের প্রথম অভিনেত্রী - যার ছবি ২০০০ কোটি টাকার ব্যবসা করেছে

অক্ষয় ছাড়াও একাধিক সম্পর্কে ছিলেন রবিনা, রইল নায়িকার গোপন প্রেমের কথা