Bangla

ফাইটার

চলতি মাসে মুক্তি পাবে ফাইটার। আজ রইল কয়টি ছবির কথা। স্বদেশ থেকে রঙ দে বসন্তি- এই কয়টি ছবি প্রত্যাখ্যান করেছিলেন হৃতিক রোশন। 

Bangla

রঙ দে বসন্তি

রঙ দে বসন্তি ছবিটি প্রত্যাখ্যান করেছিল হৃতিক। তবে, ব্যাপক আয় করেছিল ছবিটি। সে সময় ৯৬.৪৭ কোটি আয় করেছিল ছবিটি। 

Image credits: Social Media
Bangla

লগন

লগন ছবিতে আমির খান নজর কেড়েছিল সকলের। তবে জানেন কি এই ছবির প্রস্তাব গিয়েছিল হৃতিকের কাছে। তিনি তা প্রত্যাখ্যান করেন। ২০০১ সালে ছবির আয় ছিল ৫৮ কোটি।  

Image credits: Social Media
Bangla

পিঙ্ক প্যান্থর

পিঙ্ক প্যান্থর ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। ছবিতে কাজ করার কথা ছিল হৃতিকের। কিন্তু, তিনি না করে দেন।

Image credits: Social Media
Bangla

ম্যায় হু না

ম্যায় হু না ছবিতে লাকির চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল হৃতিক রোশনের কাছে।  কিন্তু, এই প্রস্তাব ফিরিয়েছিলেন হৃতিক। 

Image credits: Social Media
Bangla

স্বদেশ

স্বদেশ মুক্তি পায় ২০০৪ সালে। ৩৩.৯৮ কোটি আয় করেছিল ছবিটি। এই ছবিতে প্রথম অভিনয়ের কথা ছিল হৃতিকের। 

Image credits: Social Media
Bangla

দিল চাহতা হ্যায়

দিল চাহতা হ্যায় ছবির প্রস্তাব গিয়েছিল হৃতিকের কাছে। কিন্তু, তিনি প্রস্তাব ফিরিয়েছিলেন হৃতিক। 

Image credits: Social Media
Bangla

বাহুবলি

বাহুবলি-র প্রস্তাব গিয়েছিল হৃতিকের কাছে। কিন্তু, তিনি না করেন। ছবিটি গড়েছিল রেকর্ড। দক্ষিণের এই ছবি একাধিক ভাষায় মুক্তি পায়।  

Image credits: Social Media
Bangla

সত্য পে সত্য

সত্য পে সত্য ছবির রিমেক ছবিতে অভিনয় করার কথা ছিল হৃতিকের। সত্য পে সত্য রিমেক ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিল হৃতিক। 

Image credits: Instagram

ইব্রাহিম আলি খান থেকে রাশা- চলতি বছরে ডেবিউ করবেন এই আট স্টার কিড

ভিকি থেকে অভিষেক- জেনে নিন Bigg Boss 17 ফাইনালে অংশ নিতে চলেছেন কে কে

হাউসফুল ৫ থেকে ফান ৪- দেখে নিন চলতি বছরে মুক্তি পাবে কোন কোন কমেডি ছবি

সিদ্ধার্থ থেকে বরুণ- দেখে নিন চলতি বছরে OTT-তে ডেবিউ করবেন কোন তারকা