চলতি মাসে মুক্তি পাবে ফাইটার। আজ রইল কয়টি ছবির কথা। স্বদেশ থেকে রঙ দে বসন্তি- এই কয়টি ছবি প্রত্যাখ্যান করেছিলেন হৃতিক রোশন।
রঙ দে বসন্তি ছবিটি প্রত্যাখ্যান করেছিল হৃতিক। তবে, ব্যাপক আয় করেছিল ছবিটি। সে সময় ৯৬.৪৭ কোটি আয় করেছিল ছবিটি।
লগন ছবিতে আমির খান নজর কেড়েছিল সকলের। তবে জানেন কি এই ছবির প্রস্তাব গিয়েছিল হৃতিকের কাছে। তিনি তা প্রত্যাখ্যান করেন। ২০০১ সালে ছবির আয় ছিল ৫৮ কোটি।
পিঙ্ক প্যান্থর ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। ছবিতে কাজ করার কথা ছিল হৃতিকের। কিন্তু, তিনি না করে দেন।
ম্যায় হু না ছবিতে লাকির চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল হৃতিক রোশনের কাছে। কিন্তু, এই প্রস্তাব ফিরিয়েছিলেন হৃতিক।
স্বদেশ মুক্তি পায় ২০০৪ সালে। ৩৩.৯৮ কোটি আয় করেছিল ছবিটি। এই ছবিতে প্রথম অভিনয়ের কথা ছিল হৃতিকের।
দিল চাহতা হ্যায় ছবির প্রস্তাব গিয়েছিল হৃতিকের কাছে। কিন্তু, তিনি প্রস্তাব ফিরিয়েছিলেন হৃতিক।
বাহুবলি-র প্রস্তাব গিয়েছিল হৃতিকের কাছে। কিন্তু, তিনি না করেন। ছবিটি গড়েছিল রেকর্ড। দক্ষিণের এই ছবি একাধিক ভাষায় মুক্তি পায়।
সত্য পে সত্য ছবির রিমেক ছবিতে অভিনয় করার কথা ছিল হৃতিকের। সত্য পে সত্য রিমেক ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিল হৃতিক।
ইব্রাহিম আলি খান থেকে রাশা- চলতি বছরে ডেবিউ করবেন এই আট স্টার কিড
ভিকি থেকে অভিষেক- জেনে নিন Bigg Boss 17 ফাইনালে অংশ নিতে চলেছেন কে কে
হাউসফুল ৫ থেকে ফান ৪- দেখে নিন চলতি বছরে মুক্তি পাবে কোন কোন কমেডি ছবি
সিদ্ধার্থ থেকে বরুণ- দেখে নিন চলতি বছরে OTT-তে ডেবিউ করবেন কোন তারকা