Bangla

বিন্দিয়া গোস্বামীর জীবনে এক ভয়ানক ঘটনা

বিন্দিয়া গোস্বামীর জীবনের এক ভয়ানক ঘটনা
Bangla

৬৩ বছরে পা দিলেন বর্ডারের পরিচালকের স্ত্রী

ব্লকবাস্টার ছবি বর্ডারের পরিচালক জেপি দত্তের স্ত্রী বিন্দিয়া গোস্বামী ৬৩ বছর বয়সে পা দিয়েছেন। তাঁর জন্ম ১৯৬২ সালে।

Image credits: instagram
Bangla

বিন্দিয়া গোস্বামীর সঙ্গে ঘটেছিল এক দুর্ঘটনা

৪৫ বছর আগে বিন্দিয়া গোস্বামীর সাথে একটি ছবির প্রিমিয়ারে ভয়াবহ ঘটনা ঘটেছিল, যা তাঁকে খুব ভয় পাইয়েছিল। এই ঘটনার কথা তিনি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন।

Image credits: instagram
Bangla

কী ঘটেছিল বিন্দিয়া গোস্বামীর সাথে?

১৯৮০ সালের ছবি 'টক্কর'-এর প্রিমিয়ারে বিন্দিয়ার গাউন জনতা টেনে ছিঁড়ে ফেলেছিল। তাঁর বোন তাঁকে সামলেছিলেন। বিন্দিয়া এই ঘটনায় খুব ভয় পেয়েছিলেন।

Image credits: instagram
Bangla

বিন্দিয়া গোস্বামীর প্রথম অফার

বিন্দিয়া গোস্বামী যখন ১৪ বছর বয়সি ছিলেন তখনই তাঁকে ছবিতে কাজ করার অফার আসে। প্রথম অফারটি তাঁকে করেছিলেন হেমা মালিনীর মা জয়া। তাঁর প্রথম ছবি ছিল 'জীবন জ্যোতি'।

Image credits: instagram
Bangla

বিন্দিয়া গোস্বামীর চলচ্চিত্র জীবন

বিন্দিয়া গোস্বামী তাঁর ৮ বছরের চলচ্চিত্র জীবনে অনেক হিট ছবিতে কাজ করেছেন। তাঁর তারকা খ্যাতি ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত 'গোলমাল' ছবি থেকে আসে।

Image credits: instagram
Bangla

দুটি বিয়ে করেছিলেন বিন্দিয়া

বিন্দিয়া গোস্বামী ১৯৮০ সালে বিনোদ মেহরাকে বিয়ে করেন। এই দম্পতির ১৯৮৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। এরপর ১৯৮৫ সালে জেপি দত্তকে বিয়ে করেন। এই দম্পতির দুই মেয়ে রয়েছে।

Image credits: instagram

দামি গাড়ি, প্রচুর সম্পত্তি, জন্মদিনে জানুন Diljit Dosanjh-কে

চোখ ধাঁধিয়ে দেবে বিপাশা বসুর জমকালো গয়নার কালেকশন, দেখুন ছবি

ফ্লপ অভিনেতা জায়েদ খান কত টাকার মালিক জানেন? শুনলে চমকে যাবেন

পরনে লাল টুকটুকে পোশাক, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ধনশ্রী ভার্মা