বলি অভিনেত্রী সোনম কাপুরের দিল্লির বাড়িতে প্রথমবার এল শিশুসন্তান।
পুত্র সন্তান বায়ু-কে ঘিরে মা সোনম কাপুরের উৎসাহের অন্ত নেই।
সোশ্যাল মিডিয়ায় স্বামী আনন্দ আহুজার সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
পুত্র বায়ু-র জন্য নতুন রূপে ঘর সাজালেন সোনম কাপুর।
আনন্দ আহুজার পরিবারের সাথে সন্তানকে বরণ করে নেওয়ার খুশিতে মেতে উঠলেন সোনম।
খাওয়া-দাওয়ার সাথে মিলে গেল রীতি-রেওয়াজ।
সোনমের দিল্লির বাড়ি সেজে উঠল ফুলে ও ফলে।
অপরূপ দাইনিং-এর সজ্জা দেখে মুগ্ধ তাঁর ভক্তরা।
শ্বশুর-শাশুড়ির সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিলেন সোনম কাপুর এবং আনন্দ আহুজা।
জয়া বচ্চনের জন্মদিনে রইল ছেলে অভিষেক ও নাতনির নব্যার বিশেষ পোস্ট
এক মাস পেরিয়ে গেলেও বিগ বি-র অবস্থার কোনো উন্নতি হয়নি? মিলল বড় খবর
সিলভার গাউনে ভাইরাল সানির নতুন ছবি, দেখে নিন
জয়সলমীরে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নাইসা, রইল তারই ঝলক