সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরা ফেরে করছে জয়া বচ্চনের ছবি। আজ ৭৫-এ পা দিলেন তিনি।
আজ জন্মদিন পালনে আনন্দে মেতেছে জয়ার পরিবার। পরিবারের সকল সদস্যের সঙ্গে জন্মদিন পালন করছেন তিনি।
মায়ের জন্মদিন উপলক্ষ্যে মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিষেক বচ্চন। ছবিটি বেশ পুরনো।
ক্যাপশনে লেখেন, আমি জানি ছবিটি সেরা ছবি নয়। তবে, এর পিছনে আবেগটা পরিষ্কার। যে কোনও সন্তানের প্রথন ও চিরন্তন ভালোবাসা মা। শুভ জন্মদিন মা।
তিনি আরও লেখেন, ছবিটি অভিনেতা বিসেবে আপনার প্রথম অফিসিয়াল পাবলিক অনুষ্ঠানের একটি ছবি।
দিদার জন্মদিনে তাঁর পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নব্যা নভেলি নন্দা।
ক্যাপশনে নব্যা লেখেন, শুভ জন্মদিন দিদা। তুমিই আসল পাওয়ার হাউজ।
নব্যা আরও লেখেন, তুমি হলে সেই আঠা যা আমাদের সবাইকে একসঙ্গে বেঁধে রেখেছ।
সত্যজিৎ রায়ের পরিচালনায় বাংলা ছবি মহানগর দিয়ে তাঁর অভিনয় যাত্রা শুরু।
বাংলা ও হিন্দি মিলিয়ে বহু ভালো ভালো ছবি দর্শকদের উপহার দেন তিনি।
এক মাস পেরিয়ে গেলেও বিগ বি-র অবস্থার কোনো উন্নতি হয়নি? মিলল বড় খবর
সিলভার গাউনে ভাইরাল সানির নতুন ছবি, দেখে নিন
জয়সলমীরে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নাইসা, রইল তারই ঝলক
তুঙ্গে বৃহস্পতি! বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি শাহরুখ খান